সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁদেরকে দেখেই ভালোবাসার সংজ্ঞা তৈরি করে ফেলেছিলেন অনেকে। 'কাপল গোলস' তালিকায় বেশ উপরের দিকে জায়গা করে নিয়েছিল প্রিয় 'পালরিতি' জুটি। কিন্তু 'পালরিতি'তে থাবা বসিয়েছে কোনও তৃতীয় পক্ষ! এমন জল্পনাই শোনা যাচ্ছে নেটদুনিয়ায়। একগুচ্ছ চ্যাটের স্ক্রিনশট তুলে ধরে নেটিজেনরা দাবি করছেন, স্মৃতি মন্ধানা এবং পলক মুচ্ছলের সম্পর্কে ব্যাপক অবনতি। 'পালরিতি'র বিয়েও প্রশ্নের মুখে। এই সবকিছুই নাকি হচ্ছে এক তৃতীয় নারীর উপস্থিতির কারণে।
সবকিছু ঠিক থাকলে গত রবিবারই সাতপাকে বাঁধা পড়তেন ক্রিকেটার স্মৃতি এবং গায়ক পলাশ। কিন্তু আচমকাই অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা, তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। সূত্রের খবর, এখন তিনি মোটামুটি সুস্থ আছেন। কিন্তু সোমবারই পলাশের দিদি পলক মুচ্ছল জানিয়ে দেন, বিয়ে আপাতত স্থগিত। সূত্র মারফত জানা গিয়েছে, স্মৃতির বাবা অসুস্থ হওয়ার পরেই সাংলির বিবাহবাসর ছেড়ে চলে আসে গোটা মুচ্ছল পরিবার। বিয়ের অনুষ্ঠানের সমস্ত ছবি নিজের ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দেন স্মৃতি। এমনকি জেমাইমা রডরিগেজ, শ্রেয়াঙ্কা পাটিলের মতো ক্রিকেটাররা, যাঁরা স্মৃতির বিয়েতে চুটিয়ে আনন্দ করছিলেন, তাঁরাও বিয়ের সমস্ত ছবি সোশাল মিডিয়া থেকে সরিয়ে ফেলেছেন।
কিন্তু রূপকথার মতো সুন্দর 'পালরিতি'তে কেন ফাটল ধরল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই নেটিজেনদের নজরে পড়েছে একগুচ্ছ স্ক্রিনশট। মেরি ডি'কস্টা নামে থানের এক কোরিওগ্রাফারের সঙ্গে পলাশের ঘনিষ্ঠ কথাবার্তার স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে সোশাল মিডিয়ায়। কোনওটায় পলাশ বলছেন, 'চলো একসঙ্গে সাঁতার কাটতে যাই।' আবার কোনওটায় একসঙ্গে সমুদ্রসৈকতে যাওয়ার প্রস্তাব দিচ্ছেন পলাশ। স্মৃতিকে ডেট করাটা কষ্টকর হয়ে উঠছে বলেও ওই চ্যাটে দাবি করেছেন পলাশ, কারণ অধিকাংশ সময়েই ক্রিকেটের কারণে দূরে থাকতে হয় স্মৃতিকে। খানিক 'দুষ্টু' আলোচনা, ফ্লার্টিংও দেখা গিয়েছে ওই স্ক্রিনশটগুলিতে। তবে ভাইরাল হওয়া এই স্ক্রিনশটের সত্যতা যাচাই করা যায়নি।
প্রশ্ন উঠছে, কে এই মেরি ডি' কস্টা? লিঙ্কড ইন প্রোফাইল বলছে, তিনি থানের বাসিন্দা। পেশায় কোরিওগ্রাফার। স্মৃতির সঙ্গে তাঁর দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে বলে সূত্রের খবর। নেটদুনিয়ায় জল্পনা ছড়াতেই নিজের সোশাল মিডিয়া থেকে যাবতীয় ছবি মুছে ফেলেছেন মেরি। মঙ্গলবার সকাল পর্যন্তও ইনস্টাগ্রামে তাঁর প্রচুর ছবি ছিল। কিন্তু এখন সেসব ফাঁকা। এহেন পদক্ষেপের পরেই জল্পনা আরও বাড়ছে। খবর ছড়াচ্ছে, বিয়ের ঠিক আগের রাতেই নাকি পলাশের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় মেরিকে। গায়কের সঙ্গে কোরিওগ্রাফারের মাখোমাখো চ্যাটও ফাঁস হয়ে যায়। তারপরেই স্থগিত 'পালরিতি'র বিয়ে। শেষপর্যন্ত পলাশকে বিয়ে করবেন না বিশ্বজয়ী ক্রিকেটার, সেরকম সম্ভাবনাও রয়েছে।
