সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মাঠেই বিশ্বকাপ জয়। তারপর বাঁধভাঙা উল্লাস। মাঠের বাইরে থেকে শুভেচ্ছা-অভিনন্দনে একজন যেন নিজেকে বিশ্বজয়ী বলে মনে করছিলেন। সেলিব্রেশনের সময় মাঠে নেমে আসেন পলাশ মুছল। ভালোবাসার বন্ধনে জড়িয়ে ধরেন বিশ্বজয়ী ক্রিকেটার স্মৃতি মন্ধানাকে। ফের সেই বিশ্বজয়ের মাঠ ডিওয়াই পাটিলে ফিরলেন দু'জনে। স্বামীর আগে 'হবু' তকমা সরানোর ক'দিন আগে সেই পিচে হাঁটু মুড়ে বসলেন পলাশ। স্মৃতির আঙুলে পরিয়ে দিলেন আংটি। দর্শকহীন স্টেডিয়ামের কোনায় কোনায় যেন ছড়িয়ে রইল দু'জনের ভালোবাসার কাহিনি।
স্মৃতিকে বিয়ের প্রস্তাব দেওয়ার ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল। চমক দেওয়ার জন্য স্মৃতির চোখ বেঁধে রাখা ছিল। তবে বিশ্বজয়ের মাঠ বুঝতে নিশ্চয়ই অসুবিধা হয়নি। তাঁর পরনে ছিল লাল গাউন, অন্যদিকে পলাশ পরে ছিলেন ছাই রঙের স্যুট। পিচের ঠিক মাঝখানে এনে স্মৃতির চোখের বাঁধন খুলে দেন পলাশ। তারপর হাঁটু মুড়ে বসে বিয়ের প্রস্তাব। উত্তরটা যে 'হ্যাঁ', সেটা নিশ্চয়ই আলাদা করে বলার দরকার পড়ে না। সঙ্গে একরাশ লাল গোলাপ। স্মৃতিও পলাশের হাতে আংটি পরিয়ে দেন। তারপর বিশ্বজয়ের মঞ্চকে সাক্ষী রেখে একে-অপরকে জড়িয়ে ধরেন। ভাইরাল ভিডিও দেখে নেটিজেনদের চোখে আনন্দাশ্রু।
'ক্রাশ' স্মৃতির বিয়েতে অনেক পুরুষ ক্রিকেটভক্তর মন ভেঙেছে, পাশাপাশি শুভেচ্ছার বন্যাও চলছে। কনেপক্ষ থেকে হাজির বিশ্বজয়ী দলের অনেক সদস্য। সাদা কুর্তা-পাজামায় মেয়েবাড়িতে হাজির হন পলাশ। স্মৃতির বাড়ির আত্মীয়রা প্রথানুযায়ী ফুলের মালা ও অন্যান্য অনুষ্ঠানে তাঁকে বরণ করে নেয়। তবে এখনও দু'জনের বিয়ের অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে আসেনি। যদিও হবু কনে স্মৃতিকে নিয়ে রিল বানিয়েছেন জেমাইমা রডরিগেজরা। সেখানে সতীর্থদের স্মৃতি বলছেন, ‘সুট সিলওয়ালে’। অর্থাৎ বিয়ের জন্য নতুন জামাকাপড় কিনে নে। দিনকয়েক আগে হরমনপ্রীত বলেছিলেন, স্মৃতির বিয়েতে সকলে মিলে হইহই করবেন।
২০১৭-এ ভারতীয় মহিলা বিশ্বকাপের সময় স্মৃতির সঙ্গে পলাশের আলাপ। পরে পলকের সামনে রোমান্টিক বলিউডি গান গেয়ে স্মৃতিকে প্রেমপ্রস্তাব দেন পলাশ। প্রায় ৬ বছরের সম্পর্ক তাঁদের। বিশ্বকাপ জয়ের পর স্মৃতি মন্ধানা ও তাঁর জার্সি নম্বর ১৮ নিজের হাতে ট্যাটু করান পলাশ। ইতিমধ্যেই আমজনতার নয়নমণি হয়ে উঠেছেন এই ‘পাওয়ার কাপল’।
