সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকালে বাবা ছাড়া পেয়েছিলেন। বিকেলে ছাড়া পেলেন হবু স্বামীও। সবমিলিয়ে স্বস্তির খবর স্মৃতি মন্ধানার বাড়িতে। কিন্তু প্রশ্ন উঠছে, এবার কি পলাশ মুছলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন বিশ্বজয়ী ক্রিকেটার? নাকি সাম্প্রতিক জল্পনার আবহে শেষপর্যন্ত ভেঙে যাবে বহুচর্চিত 'পালরিতি'র বিয়ে?
রবিবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা। সঙ্গে সঙ্গে তাঁকে অ্যাম্বুল্যান্সে করে সাংলির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সোমবার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পলাশকেও। প্রাথমিকভাবে জানা যায়, ভাইরাল ইনফেকশন এবং অ্যাসিডিটির কারণে হাসপাতাল যেতে হয়েছিল তাঁকে। তারপর সাংলি থেকে মুম্বইতে সরিয়ে আনা হয় পলাশকে। গোরেগাঁওয়ের এসভিআর হাসপাতালে চিকিৎসা করানো হয় তাঁর। পরপর কনসার্ট এবং বিয়ের ধকল সামলাতে না পেরেই পলাশ অসুস্থ হয়ে পড়েছেন, এমনটাও শোনা যায়।
যদিও পলাশের মা অমিতা বলেন, হবু শ্বশুর অসুস্থ হয়ে পড়ায় ভেঙে পড়েছেন পলাশ। টানা চার ঘণ্টা ধরে কান্নাকাটি করেছেন। কারণ স্মৃতির বাবার সঙ্গে পলাশের খুবই ঘনিষ্ঠতা ছিল। সূত্রের খবর, গত তিনদিন ধরে বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চিকিৎসাধীন ছিলেন পলাশ। অবশেষে বুধবার বিকেলে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। উল্লেখ্য, বুধবারই হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন স্মৃতির বাবা। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বর্তমানে স্মৃতির বাবার শারীরিক পরিস্থিতি সম্পূর্ণ স্থিতিশীল। হার্টও বিপন্মুক্ত। এঞ্জিওগ্রাফিতে স্পষ্ট যে হার্টে কোনও ব্লকেজ নেই।
পলাশ এবং শ্রীনিবাস দু'জনেই সুস্থ হয়ে উঠেছেন। সুতরাং, মন্ধানা পরিবারের দুশ্চিতার আর কোনও কারণ নেই। তবে বলে রাখা ভালো, স্মৃতির বাবা এবং হবু স্বামী বাড়ি ফিরলেও দুই পরিবারের তরফে এখনও পর্যন্ত বিয়ে নিয়ে আর কোনও আপডেট দেওয়া হয়নি। পলাশের সঙ্গে আদৌ ভারতীয় ব্যাটার গাঁটছড়া বাঁধবেন কি না, সেই নিয়েও জল্পনার শেষ নেই। কারণ বিয়ের কোরিওগ্রাফারের সঙ্গে পলাশের ব্যক্তিগত চ্যাট ফাঁস হয়েছে। তাঁদের ঘনিষ্ঠতা নিয়েও চর্চা তুঙ্গে। এহেন পরিস্থিতিতে কি পলাশকে বিয়ে করবেন স্মৃতি?
