সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হবু শ্বশুরমশাইয়ের অসুস্থতার খবর পেয়ে ভেঙে পড়েছিলেন। টানা ৪ ঘণ্টা এতটাই কান্নাকাটি করেছেন যে নিজেও অসুস্থ হয়ে পড়েছেন পলাশ মুচ্ছল। গায়কের মা জানিয়েছেন, মুম্বইয়ের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) হবু স্বামী। উল্লেখ্য, স্মৃতি-পলাশের বিয়ে ইতিমধ্যেই স্থগিত করে দেওয়া হয়েছে। কবে চারহাত এক হবে, জানা নেই।
রবিবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। সঙ্গে সঙ্গে তাঁকে অ্যাম্বুল্যান্সে করে সাংলির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সোমবার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পলাশকেও। প্রাথমিকভাবে জানা যায়, ভাইরাল ইনফেকশন এবং অ্যাসিডিটির কারণে হাসপাতাল যেতে হয়েছিল তাঁকে। পরে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন পলাশ, এমনটাই শোনা যায়।
কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে, সাংলি থেকে মুম্বইতে সরিয়ে আনা হয় পলাশকে। গোরেগাঁওয়ের এসভিআর হাসপাতালে চিকিৎসা করানো হয় তাঁর। পরপর কনসার্ট এবং বিয়ের ধকল সামলাতে না পেরেই পলাশ অসুস্থ হয়ে পড়েছেন, এমনটাও শোনা যাচ্ছে। এহেন পরিস্থিতিতে মুখ খুলেছেন পলাশের মা অমিতা। এক সর্বভারতীয় সংবাদপত্রে তিনি বলেছেন, হবু শ্বশুর অসুস্থ হয়ে পড়ায় ভেঙে পড়েছেন পলাশ। টানা চার ঘণ্টা ধরে কান্নাকাটি করেছেন। কারণ স্মৃতির বাবার সঙ্গে পলাশের খুবই ঘনিষ্ঠতা ছিল।
অমিতার কথায়, "স্মৃতির সঙ্গে পলাশের যত না ঘনিষ্ঠতা, তার থেকে অনেক বেশি ছিল স্মৃতির বাবার সঙ্গে। তাই তিনি অসুস্থ হতেই স্মৃতিরও আগে পলাশ সিদ্ধান্ত নেয়, বিয়ে আপাতত বন্ধ করে দেওয়া হোক।" পলাশ কাঁদতে কাঁদতে এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন, যে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়, আইভি ড্রিপ দেওয়া হয়। ইসিজি এবং অন্যান্য শারীরিক পরীক্ষাও করানো হয়েছে পলাশের। তবে সেসব রিপোর্ট স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার পলাশকে দেখতে হাসপাতালে যান দিদি পলক মুচ্ছলও। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়ে পলাশ-স্মৃতির বিয়ে কবে হবে? উত্তর বিশ বাঁও জলে।
