shono
Advertisement
T20 World Cup

পাকিস্তান বয়কট করলেই বিশ্বকাপে বাংলাদেশ! জয় শাহর মাস্টারস্ট্রোকে নাজেহাল নকভিরা

বিশ্বকাপ নিয়ে ডামাডোল চলছে দীর্ঘদিন ধরে। বহু জলঘোলার পর অবশেষে বাংলাদেশকে ছাড়াই অনুষ্ঠিত হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। কিন্তু এখানেও সমস্যা মেটেনি।
Published By: Anwesha AdhikaryPosted: 01:50 PM Jan 27, 2026Updated: 06:03 PM Jan 27, 2026

'ভাইজান' বাংলাদেশের সঙ্গে সৎ মায়ের মতো আচরণ করেছে আইসিসি। সেটার প্রতিবাদে 'আত্মহত্যা'র সিদ্ধান্ত নিতে পারে পাক বোর্ড! এমনটাই খবর শোনা যাচ্ছে ক্রিকেটমহলে কান পাতলে। শোনা যাচ্ছে, শেষ পর্যন্ত টি-২০ বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান। যদি সেটা হয়, তাহলে বাংলাদেশই বিশ্বকাপে খেলবে। আইসিসির নতুন সিদ্ধান্তে এমনটাই হতে চলেছে বলে সূত্রের খবর।

Advertisement

বিশ্বকাপ নিয়ে ডামাডোল চলছে দীর্ঘদিন ধরে। বহু জলঘোলার পর অবশেষে বাংলাদেশকে ছাড়াই অনুষ্ঠিত হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। কিন্তু এখানেও সমস্যা মেটেনি। সূত্রের খবর, 'ভাইজান' বাংলাদেশের প্রতি আইসিসির এহেন আচরণ একেবারে মানতে পারেনি পাকিস্তান। তাদের মতে, বাংলাদেশের প্রতি বৈমাতৃসুলভ আচরণ করা হয়েছে। সেটার প্রতিবাদ করা উচিত। সেকারণেই বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান। তাদের এই পদক্ষেপ হবে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে।

কিন্তু পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে, তাহলে মেগা টুর্নামেন্টে কামব্যাক করবে বাংলাদেশই! সূত্রের খবর, বাংলাদেশকে এখনও পর্যন্ত বিশ্বকাপের স্ট্যান্ডবাই হিসাবে রেখেছে আইসিসি। কারণ বাংলাদেশ পুরোপুরিভাবে বিশ্বকাপ বয়কট করেনি। তাদের দাবি ছিল, ভারত থেকে ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করা হোক। সেখানে খেলতে রাজি বাংলাদেশ। অন্যদিকে, পাকিস্তানের সবক'টি ম্যাচই শ্রীলঙ্কায় রাখা আছে। নকআউটে উঠলেও পাকিস্তান খেলবে শ্রীলঙ্কার মাটিতেই। ফলে পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে ওই জায়গায় অনায়াসে ঢুকে পড়তে পারে বাংলাদেশ। কারণ তাদের বিশ্বকাপ খেলার যোগ্যতা রয়েছে এবং শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে তাদের আপত্তি নেই।

এহেন পরিস্থিতিতে প্রশ্ন, তাহলে কি বাংলাদেশের পাশে দাঁড়াতে গিয়ে নিজের পায়েই কুড়ুল মারবে পাকিস্তান? আইসিসির মাস্টারস্ট্রোকে পাকিস্তানকে বাদ দিয়ে এবং বাংলাদেশকে সঙ্গে নিয়ে খেলা হবে টি-২০ বিশ্বকাপ? ওয়াকিবহাল মহল বলছে, সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ বিশ্বকাপ বয়কট করলে জরিমানা-সহ একাধিক শাস্তির কোপে পড়তে পারে পাক বোর্ড। আর্থিকভাবেও ধাক্কা খাবে তারা। সেকথা মাথায় রেখেই হয়তো বয়কটের সিদ্ধান্ত নেবে না পাকিস্তান, এমনটাই মনে করছে ক্রিকেটমহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement