Advertisement
জরিমানা, নির্বাসন! বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ না খেললে কী কী শাস্তি পাবে পাকিস্তান?
বিশ্বকাপ বয়কটের ঝুঁকি নিলে মহাবিপর্যয়ের মুখে পড়তে পারে পিসিবি। আর্থিক ক্ষতি কতটা?
‘ভাইজান’ বাংলাদেশের সঙ্গে সৎ মায়ের মতো আচরণ করেছে আইসিসি। সেটার প্রতিবাদে বিশ্বকাপ বয়কট করার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই একপ্রস্ত সরকারের সঙ্গে আলোচনা করে ফেলেছেন পাক বোর্ডের কর্তা মহসিন নকভি।
সোমবার পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন নকভি। যদিও তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। জানা গিয়েছে আগামী শুক্রবার বা সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে পাক বোর্ড। আপাতত আইসিসিকে চাপে রাখার কৌশল নিচ্ছে পিসিবি।
যদিও জয় শাহর আইসিসি পালটা প্রস্তুতি নিয়ে ফেলেছে। বিশ্বকাপ বয়কট করলে কী কী শাস্তির মুখে পড়তে হতে পারে পাক বোর্ডকে এই সংক্রান্ত একটি হুঁশিয়ারি আইসিসি সূত্রে বলে দেওয়া হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপ না খেললে অন্তত ৩১৬ কোটি টাকা খোয়াতে হবে বিসিবিকে। বার্ষিক রাজস্ব বাবদ এই টাকা আইসিসি দিয়ে থাকে। আইসিসির কোনও বড় প্রতিযোগিতার আগে বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থার সঙ্গে চুক্তি হয় পূর্ণ সদস্য দেশের। শেষ মুহূর্তে বিশ্বকাপ বয়কট করলে চুক্তিভঙ্গ করবে পাকিস্তান।
আইসিসি ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে বিশ্বকাপ না খেললে বার্ষিক চুক্তির টাকা পিসিবি পাবে না। সে ক্ষেত্রে ৩১৬ কোটি টাকা লোকসান হবে বাবরদের ক্রিকেট বোর্ডের। এই টাকা না পেলে পাক ক্রিকেটের কার্যত ভিখারির দশা হবে।
সেই সঙ্গে সম্প্রচার সত্ত্ব, স্পনসরশিপ ইত্যাদিও বাতিল হবে বিশ্বকাপ না খেলার দরুণ। এছাড়াও বিশ্বকাপ না খেলার শাস্তি হিসাবে পিসিবিকে জরিমানা দিতে হতে পারে। সেটাও একটা বড়সড় অঙ্ক হতে চলেছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, তাদের সরকার যা বলবে, তা-ই মেনে চলবে তারা। অর্থাৎ, বিশ্বকাপ বয়কট করা-না করার সিদ্ধান্ত পুরোপুরি সরকারের। সেটাই যদি হয়, তাহলে ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে বোর্ডকেই নির্বাসিত করা হতে পারে। অতীতে শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে, আমেরিকার ক্ষেত্রে এমন হয়েছে।
পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার ক্ষেত্রেও সমস্যায় পড়বেন বাবর আজম-শাহীন আফ্রিদিরা। কারণ দ্বিপাক্ষিক সিরিজের সূচিও আইসিসিই তৈরি করে। তাছাড়া নির্বাসিত হলে কোনও দেশই পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলবে না।
পাকিস্তান সুপার লিগের মূল আকর্ষণ বিদেশি ক্রিকেটাররাই। কিন্তু বিশ্বকাপ বয়কট করলে বা পাক বোর্ড নির্বাসিত হলে পিএসএলের অনুমোদন বাতিল হতে পারে। বা বিদেশিদের খেলার অনুমতি বাতিল করে দিতে পারে।
Published By: Subhajit MandalPosted: 08:02 PM Jan 27, 2026Updated: 08:02 PM Jan 27, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
