সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাত বছর যুক্ত ছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সঙ্গে। কিন্তু সেই আইপিএলকেই খোঁচা মেরেছিলেন ওয়াসিম আক্রম (Wasim Akram)। এরপর মহসিন নকভির কাছ থেকে বিশেষ পুরস্কারও পেয়ে গেলেন। আক্রমকে পাকিস্তান সুপার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করল পিসিবি। অনেকেই বলছেন, নকভির 'আনুগত্যের' পুরস্কার পেলেন প্রাক্তন পেসার।
সম্প্রতি লন্ডনের এক অনুষ্ঠানে আক্রম বলেছিলেন, "পিএসএলের সবচেয়ে ভালো দিক হল এটি বড় জোর ৩৪ দিন বা তার থেকে একটু বেশি সময় ধরে চলবে। অন্য লিগের মতো তিন মাস ধরে এই লিগ চলে না। বাচ্চারা বড় হয়ে যায়। কিন্তু সেই লিগ তো শেষই হয় না।" প্রাক্তন পাক অধিনায়ক এমন মন্তব্য যে আইপিএলকে খাটো করেই করেছিলেন, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত আইপিএলের সঙ্গে যুক্ত ছিলেন আক্রম। কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচও ছিলেন একটা সময়। তিনি বোলিং কোচ থাকাকালীন ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল শিরোপা জেতে কেকেআর। ২০১৭ সালে কেকেআর ছাড়েন। তারপর আর কখনও আইপিএলে ফেরেননি তিনি।
আইপিএলের সঙ্গে একই সময়ে আয়োজিত হবে পিএসএলের ১১তম আসর। পিএসএল ২৩ মার্চ থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অনুষ্ঠিত হতে পারে। অন্যদিকে, বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লিগ আইপিএল ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত চলতে পারে। আইপিএলের প্রথম আসর বসেছিল ২০০৮ সালে। প্রথম আসরে অংশ নিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। তারপর থেকে তাঁরা এই টুর্নামেন্ট খেলেননি।
পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আজহার মাহমুদ ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর আইপিএল খেলেছিলেন। ভারতীয় ক্রিকেটাররাও পিএসএল খেলেন না। ভারতীয় বোর্ডের অনুমতি নেই। তবে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগের থেকে অনেক গুণ এগিয়ে আইপিএল। উল্লেখ্য, ২০১৬ সালে শুরু হয়েছিল পিএসএল। এবার সেই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন আক্রম।
