সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন জীবনের পথচলা শুরু করতে চলেছেন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana Wedding)। ২৩ নভেম্বর গায়ক পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন তারকা ব্যাটার। তাঁর ওপেনারের বিয়ে নিয়ে আনন্দের ধুম ভারতীয় দলে। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে উৎসব। হবু দম্পতিকে বিয়ের আগাম শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
স্মৃতি এবং পলাশকে শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। ভবিষ্যৎ জীবনের শুভকামনা জানিয়ে তিনি লিখেছেন, "দু'জন একসঙ্গে নতুন ও সুন্দর জীবন শুরু করছেন। স্মৃতির কভার ড্রাইভের সৌন্দর্য এবং পলাশের সঙ্গীতের সুরের মেলবন্ধন অসাধারণ এক জুটি গড়ে তুলবে। ৩ নভেম্বর স্মৃতি এবং পলাশের বিয়ে। আমি আনন্দিত। এই শুভ উপলক্ষে মন্ধানা এবং মুচ্ছল পরিবারকে অভিনন্দন।"
২০১৭-এ ভারতীয় মহিলা বিশ্বকাপের সময় স্মৃতির সঙ্গে পলাশের আলাপ। পরে পলকের সামনে রোমান্টিক বলিউডি গান গেয়ে স্মৃতিকে প্রেমপ্রস্তাব দেন পলাশ। ২০২৪-এ সম্পর্কের পঞ্চম বর্ষপূর্তি কেক কেটে সেলিব্রেট করেছিল ক্রিকেট-সঙ্গীত জুটি। বিশ্বকাপ জয়ের পর স্মৃতি মন্ধানা ও তাঁর জার্সি নম্বর ১৮ নিজের হাতে ট্যাটু করান পলাশ। ইতিমধ্যেই আমজনতার নয়নমণি হয়ে উঠেছেন এই ‘পাওয়ার কাপল’। তাঁদের বিয়ে ঘিরে খুশি সকলেই।
তবে মন্ধানার বিয়েতে মোদি উপস্থিত থাকবেন কি না, তাঁর কোনও উল্লেখ নেই। স্মৃতির বিয়ে উপলক্ষে ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে মন্ধানাকে জিমে ঢুকতে দেখা যাচ্ছে। তাঁকে জেমাইমা রডরিগেজ জিজ্ঞেস করছেন, "ভাই হয়েছে তো?" 'লগে রহো মুন্না ভাই' ছবির গানের মধ্যে রয়েছে এই উদ্ধৃতি। সেখানে লিপ মিলিয়েছেন তাঁরা। একে একে একই কথা স্মৃতিকে জিজ্ঞেস করেন শ্রেয়ঙ্কা পাতিল, রাধা যাদবরা। যাঁকে জিজ্ঞাস্য, তাঁর হেসে উত্তর, "ধরে নাও হয়েই গিয়েছে।" একই সঙ্গে বাগদানের আংটিও দেখানোর সঙ্গে সেখানে সতীর্থদের স্মৃতি বলছেন, ‘সুট সিলওয়ালে’। অর্থাৎ বিয়ের জন্য নতুন জামাকাপড় কিনে নে। দিনকয়েক আগে হরমনপ্রীত বলেছিলেন, স্মৃতির বিয়েতে সকলে মিলে হইহই করবেন।
