সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ জিতল ভারত। এই প্রথম বিশ্বজয় ভারতের মেয়েদের। তারপরই শুভেচ্ছার বন্যা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিনন্দন জানালেন হরমনপ্রীতদের।
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, 'আইসিসি মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অসাধারণ জয় পেল ভারতীয় দল। আত্মবিশ্বাস ও প্রতিভার আদর্শ উদাহরণ এই পারফরম্যান্স। গোটা টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিকতা ও দলগত সংহতি দেখিয়েছে এই দল। আমাদের প্লেয়ারদের অভিনন্দন। ঐতিহাসিক জয় ভবিষ্যতের চ্যাম্পিয়নদের উদ্ধুদ্ধ করবে।'
অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'বিশ্বকাপ ফাইনালে উইমেন ইন ব্লুয়ের অসাধারণ জয়ে আজ গোটা দেশ গর্বিত। যে লড়াই ও কর্তৃত্ব তারা গোটা টুর্নামেন্ট জুড়ে দেখিয়েছে, তা তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে। তোমরা প্রমাণ করেছ যে তোমরা বিশ্বমানের দল এবং তোমরা কিছু অসাধারণ মুহূর্ত উপহার দিয়েছ। তোমরা আমাদের হিরো। ভবিষ্যতে আরও জয় আসুক। আমরা তোমাদের পাশে আছি।'
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স হ্যান্ডলে লিখেছেন, 'ভারতীয় দলের সব সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন। প্রথমবার বিশ্বকাপ জিতে তারা ইতিহাস তৈরি করেছে। তাদের যা প্রতিভা ও পারফরম্যান্স, বিশ্বকাপ জয় তারই ফল। এই গুরুত্বপূর্ণ মুহূর্তটি মহিলা ক্রিকেটকে আরও উচ্চতর জায়গায় নিয়ে যাবে। মেয়েরা যেভাবে ভারতকে গর্বিত করেছে, তা প্রশংসনীয়।'
অন্যদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী লিখেছেন, 'কী গর্বের মুহূর্ত! আমাদের উইমেন ইন ব্লু ইতিহাস তৈরি করেছে এবং কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়েছ। তোমাদের সাহস ও দৃঢ়তা ভারতকে গর্বিত করেছে। অগণিত তরুণ প্রতিভাকে নির্ভীকভাবে স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছে। তোমরা কেবল একটি ট্রফি তোলোনি, একটি জাতির চেতনা তুলে ধরেছ। জয় হিন্দ!'
