সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৩ বছর পর গতবছর ভারত টি-২০ বিশ্বকাপ জিতেছিল। বিরাট সেলিব্রেশন হয়েছিল রোহিত শর্মাদের ঘিরে। এবার হরমনপ্রীত কৌরদের নিয়েও জাঁকজমকপূর্ণ সেলিব্রেশনের ভাবনা রয়েছে বিসিসিআইয়ের। তবে এখনই নয়, কয়েকদিন পরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে বোর্ড সূত্রে খবর। তবে সরকারিভাবে এই নিয়ে এখনও কিছু জানানো হয়নি।
সদ্যসমাপ্ত মহিলা বিশ্বকাপে ভারতের যাত্রাটা কোনও সিনেমার থেকে কম রোমাঞ্চকর নয়। গ্রুপ পর্বে একটা সময়ে টানা তিনটে ম্যাচে হেরেছিলেন হরমনপ্রীত কউররা। সেসময়ে মনে হয়েছিল ভারত হয়তো সেমিফাইনালেও উঠতে পারবে না। তারপর এবারের বিশ্বকাপে চতুর্থ দল হিসাবে সেমিফাইনালে যায় ভারত। শেষ চারের যুদ্ধে অপরাজেয় অজিদের হারান জেমাইমা রডরিগেজরা। তারপর টানটান ফাইনালে ভারতের কাছে পরাস্ত দক্ষিণ আফ্রিকা।
মেয়েদের হাতে প্রথমবার বিশ্বকাপ দেখে উচ্ছ্বসিত দেশবাসী। তাই জেমাইমা রডরিগেজ-স্মৃতি মান্ধানাদের জন্য বিশেষ সংবর্ধনা আয়োজন করা হতে পারে। তবে রোহিতদের মতো হুডখোলা বাসে চাপিয়ে স্টেডিয়াম পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা আপাতত নেই। বোর্ড সূত্রে যেটুকু শোনা যাচ্ছে, আগামী ৭ নভেম্বরের পর বিশ্বজয়ী মহিলা টিমকে সংবর্ধনা দেবে বোর্ড। কোথায় এই অনুষ্ঠান হবে তাও এখনও চূড়ান্ত হয়নি।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানান, আগামী ৪ থেকে ৭ নভেম্বর আইসিসি বৈঠক হবে দুবাইতে। বোর্ডের শীর্ষকর্তারা সেখানেই ব্যস্ত থাকবেন। মিটিং শেষে ভারতে ফিরে বিজয় সংবর্ধনার আয়োজন করা হবে হরমনপ্রীতদের জন্য। ইতিমধ্যেই বিশ্বজয়ী দলের জন্য ৫১ কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বোর্ড। তবে কবে কীভাবে প্রথমবার বিশ্বকাপ জেতা মহিলা দলকে নিয়ে সেলিব্রেশনে মাতবে গোটা দেশ, তা এখনও স্থির হয়নি।
মুম্বইয়ের রাস্তায় জনসমুদ্র। তিলধারণের জায়গা নেই ওয়াংখেড়েতে। কাতারে-কাতারে জনতা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে আছেন রোহিত-বিরাটদের আগমনের। তাঁরা এলেন রাজার বেশে। হাতে বিশ্বকাপ। গত বছর টি-২০ বিশ্বকাপ জয়ের পরে এমনই মেগা সেলিব্রেশনে মেতেছিল মুম্বই। আবারও কি এমন ছবি দেখা যাবে হরমনদের হাত ধরে?
