shono
Advertisement
ICC World Test Championship

প্রকাশিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাথমিক তালিকা, কোথায় দাঁড়িয়ে শুভমানরা?

টেবিলের শীর্ষেই বা কারা?
Published By: Prasenjit DuttaPosted: 07:10 PM Jun 28, 2025Updated: 07:10 PM Jun 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু হয়ে গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেল। সেখানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি ভারত-ইংল্যান্ড। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট শেষ হয়েছে। দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও বাংলাদেশ। সেই সিরিজ শেষ হয়েছে। এবার এই তিন সিরিজের উপর ভিত্তি করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেখানে ভারতের অবস্থান কোথায়?

Advertisement

প্রকাশিত তালিকার শীর্ষে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। তাদের পয়েন্টের হার ১০০ শতাংশ। তবে পিছিয়ে পড়েছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। তালিকায় তৃতীয় স্থানে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিরুদ্ধে সদ্য সিরিজ জিতেছে লঙ্কান বাহিনী। যদিও নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান এখনও অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের কোনও ম্যাচ খেলেনি। উল্লেখ্য, ১৭ জুন শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার সিরিজ দিয়ে শুরু হয়েছিল ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র।

লিডসে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হার স্বীকার করতে হয়েছে শুভমানদের। এজবাস্টনে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া। প্রথম টেস্টের ভুল থেকে শিক্ষা না নিলে টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুতেই অনেকটা পিছিয়ে পড়বে টিম ইন্ডিয়া।

জশপ্রীত বুমরাহ ছাড়া অন্যান্য বোলারের নির্বিষ বোলিং, একাধিক সুযোগ নষ্ট, লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতা যদি বারবার ঘটে, তাহলে ইংল্যান্ডে আরও বড় লজ্জা অপেক্ষা করে আছে গৌতম গম্ভীরের দলের সামনে। তাছাড়াও গম্ভীর ভারতের হেডকোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ভারত জয় পেয়েছে মাত্র ৩টে টেস্ট। কিন্তু হার স্বীকার করতে হয়েছে ৭টি টেস্টে। এই পরিসংখ্যানও যথেষ্ট ভাবাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তিন সিরিজের উপর ভিত্তি করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে আইসিসি।
  • সেখানে ভারতের অবস্থান কোথায়?
  • প্রকাশিত তালিকার শীর্ষে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া।
Advertisement