shono
Advertisement

Breaking News

T20 World Cup

'একটা খারাপ দিনেই সব শেষ', ২০২৩ বিশ্বকাপের যন্ত্রণা বুকে চেপে সূর্যদের সতর্কবার্তা দ্রাবিড়ের

হিটম্যানের নেতৃত্বে টানা ১০ ম্যাচ জিতে ভারত জায়গা করে নেয় ফাইনালে। কিন্তু ১৯ নভেম্বরের সেই 'অভিশপ্ত' রাতে ভেঙে চুরমার হয়ে যায় ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন।
Published By: Anwesha AdhikaryPosted: 09:18 AM Jan 28, 2026Updated: 09:18 AM Jan 28, 2026

আর মাত্র কয়েকটা দিন। তারপরেই ঘরের মাঠে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। গতবারের চ্যাম্পিয়ন হিসাবে মাঠে নামবে টিম ইন্ডিয়া। তবে অভিযান শুরুর আগে মেন ইন ব্লুকে সতর্ক করছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়। ২০২৩ বিশ্বকাপ ফাইনালে স্বপ্নভঙ্গের যন্ত্রণা মনে করিয়ে দিয়ে তাঁর বার্তা, একটা খারাপ দিন সমস্ত কিছু নষ্ট করে দিতে পারে। তবে ভারতীয় দলকে নিয়ে দ্রাবিড় যথেষ্ট আশাবাদী।

Advertisement

২০২৩ বিশ্বকাপেও ঘরের মাঠে খেলতে নেমেছিল ভারত। ফেভারিট হিসাবে টুর্নামেন্ট শুরু করেছিলেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। গোটা বিশ্বকাপজুড়ে ভারত খেলেছিল একেবারে চ্যাম্পিয়নের মেজাজেই। হিটম্যানের নেতৃত্বে টানা ১০ ম্যাচ জিতে ভারত জায়গা করে নেয় ফাইনালে। কিন্তু ১৯ নভেম্বরের সেই 'অভিশপ্ত' রাতে ভেঙে চুরমার হয়ে যায় ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন। অস্ট্রেলিয়ার কাছে সেই হার এখনও ভুলতে পারেননি ক্রিকেটপ্রেমীরা।

পরের বছর টি-২০ বিশ্বকাপ জিতলেও ১৯ নভেম্বরের যন্ত্রণা আজও দ্রাবিড়ের মনে পড়ে। সেই জায়গা থেকেই সূর্যকুমার যাদবদের সতর্ক করছেন তিনি। মঙ্গলবার একটি অনুষ্ঠানে গিয়ে দ্রাবিড় বলেন, "ভারতীয় দল খুবই শক্তিশালী। কিন্তু দল যতই শক্তিশালী হোক না কেন, একটা খারাপ দিন সমস্ত কিছু বিগড়ে দিতে পারে। অবশ্যই টি-২০ বিশ্বকাপে ভারত ফেভারিট। সেমিফাইনাল পর্যন্ত অবশ্যই যাওয়া উচিত। কিন্তু আমার তিক্ত অভিজ্ঞতা থেকে বলতে পারি, ওই নির্দিষ্ট দিনে যে দল ভালো খেলল তার উপরেই সমস্ত কিছু নির্ভর করে। একটা ভালো ইনিংসেই আপনার স্বপ্ন ওলটপালট হয়ে যেতে পারে।"

প্রায় তিন বছর ধরে টি-২০তে অপ্রতিরোধ্য ভারত। ২০২৩ সালের আগস্ট মাসে শেষবার টি-২০ সিরিজ হেরেছিল মেন ইন ব্লু। তারপর ঘরে এসেছে বিশ্বকাপ। এবার মেগা টুর্নামেন্টের ঠিক আগেই নিউজিল্যান্ডকে একেবারে দুরমুশ করেছেন অভিষেক শর্মারা। এই দুরন্ত ছন্দে থাকা ভারতীয় দল কোনও মরণবাঁচন ম্যাচে হোঁচট খাবে নাম তো? দেশের মাটিতে বিশ্বজয়ের স্বপ্ন ভেঙে যাবে না তো? সতর্ক করছেন দ্রাবিড়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement