shono
Advertisement
Pakistan cricket

নিজেদের 'বলি' দিয়ে বাংলাদেশকে সাহায্য নয়, পিসিবিকে সতর্ক করছেন প্রাক্তন পাক ক্রিকেটাররাই

আইসিসি ইতিমধ্যেই একপ্রকার হুমকি দিয়েছে বিশ্বকাপে না এলে চরম মূল্য দিতে হবে পাকিস্তানকে। মোটা আর্থিক জরিমানা, নির্বাসন, সম্প্রচার সত্ত্ব, স্পনসরশিপ বাতিল, পিএসএলে অনিশ্চয়তা এমন হাজারো সমস্যায় পড়তে হবে পাক দলকে।
Published By: Subhajit MandalPosted: 08:50 PM Jan 27, 2026Updated: 08:50 PM Jan 27, 2026

‘ভাইজান’ বাংলাদেশের সঙ্গে সৎ মায়ের মতো আচরণ করেছে আইসিসি। এই অভিযোগ তুলে বিশ্বকাপ বয়কট করার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই একপ্রস্ত সরকারের সঙ্গে আলোচনা করে ফেলেছেন পাক বোর্ডের কর্তা মহসিন নকভি। কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নিলে সেটা পাকিস্তান ক্রিকেটের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। সেটা বুঝতে পেরে একাধিক প্রাক্তন ক্রিকেটার, প্রাক্তন বোর্ড কর্তারাই পিসিবিকে সতর্ক করছেন।

Advertisement

সোমবার পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন নকভি। যদিও তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। জানা গিয়েছে আগামী শুক্রবার বা সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে পাক বোর্ড। আপাতত আইসিসিকে চাপে রাখার কৌশল নিচ্ছে পিসিবি। যদিও জয় শাহর আইসিসি পালটা প্রস্তুতি নিয়ে ফেলেছে। বিশ্বকাপ বয়কট করলে কী কী শাস্তির মুখে পড়তে হতে পারে পাক বোর্ডকে এই সংক্রান্ত একটি হুঁশিয়ারি আইসিসি সূত্রে বলে দেওয়া হয়েছে। প্রাক্তন পাক অধিনায়ক মহম্মদ হাফিজ।

হাফিজ বলছেন, "বাংলাদেশের পাশে দাঁড়ানো অবধি ঠিক ছিল। কিন্তু দলকে বিশ্বকাপে খেলতে না পাঠানোর কোনও অর্থ নেই। সেটা আমাদের জন্য মারাত্মক সিদ্ধান্ত হতে পারে। সবদিক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত।" পাক বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান খালিদ মাহমুদও বলছেন, "আমাদের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্ক তো খারাপ নয়। পাকিস্তান খেলতে না গেলে তো শ্রীলঙ্কার লোকসান। আর ভারত-পাক ম্যাচও শ্রীলঙ্কায় হওয়ার কথা।" তাঁর বক্তব্য, "ভুলে গেলে চলবে না পাকিস্তান ছাড়া আর কোনও বোর্ড কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়ায়নি। আমরা পাশে দাঁড়িয়েছি। এর বেশির প্রয়োজন নেই।" পাক বোর্ডের আরেক প্রাক্তন কর্তা আরিফ আলি আব্বাসি বলছেন, "আমাদের সমস্যা ভারতের সঙ্গে। কিন্তু ম্যাচ তো পাকিস্তানে।"

আইসিসি ইতিমধ্যেই একপ্রকার হুমকি দিয়েছে বিশ্বকাপে না এলে চরম মূল্য দিতে হবে পাকিস্তানকে। মোটা আর্থিক জরিমানা, নির্বাসন, সম্প্রচার সত্ত্ব, স্পনসরশিপ বাতিল, পিএসএলে অনিশ্চয়তা এমন হাজারো সমস্যায় পড়তে হবে পাক দলকে। সেই ভয়েই হাফিজরা সতর্ক করছেন পাক বোর্ডকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement