shono
Advertisement
Pratika Rawal

বিশ্বজয়ের পুরস্কার, পদোন্নতি প্রতীকা-স্নেহ-রেণুকার

বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন তিন ক্রিকেটারই।
Published By: Arpan DasPosted: 02:13 PM Dec 02, 2025Updated: 06:31 PM Dec 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন প্রত্যেকেই। কেউ ব্যাটে, তো কেউ বলে ভারতকে বিশ্বকাপ জিততে সাহায্য করেছেন। এবার তিন বিশ্বজয়ী কন্যাকে পুরস্কৃত করল ভারতীয় রেলওয়ে। প্রতীকা রাওয়াল, স্নেহ রানা ও রেণুকা সিং ঠাকুরের পদোন্নতি হল ভারতীয় রেলে।

Advertisement

গ্রুপ 'বি' স্পেশাল ডিউটি (স্পোর্টস) অফিসার গ্রেড পোস্টে তিন ক্রিকেটারের পদোন্নতি হয়েছে। যার সুবাদে তিন ক্রিকেটার গ্রুপ 'বি' গেজেটেড অফিসারদের সমতুল্য বেতন ও সুযোগ সুবিধা পাবেন। শুধু আর্থিক নিরাপত্তা নয়, পাশাপাশি তাঁদের প্রশাসনিক দায়িত্ব দেওয়া হবে। রেল কর্তৃপক্ষের মতে, এই পদক্ষেপ আরও বেশি মহিলাকে ক্রিকেটে আসতে উৎসাহিত করবে। এর আগে নভেম্বরে প্রতীকা, স্নেহ ও রেণুকাকে সংবর্ধিত করেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

প্রতীকা এই মুহূর্তে পূর্ব রেলওয়ের সিনিয়র ক্লার্ক। অন্যদিকে রেণুকা পূর্ব রেলওয়ের জুনিয়র ক্লার্ক। স্নেহ রানা এখন ওই বিভাগেরই টিকিট ক্লার্ক। বিশ্বকাপে তিন ক্রিকেটারই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ৬ ম্যাচে মাত্র ৩ উইকেট পেয়েছেন রেণুকা। তবে গোটা টুর্নামেন্টেই কম রান দিয়েছেন। ফাইনালে ৮ ওভারে মাত্র ২৮ রান দেন। রেণুকাকে গ্রামবাসী এবং স্থানীয় প্রশাসন সংবর্ধনা দিয়েছে।

অন্যদিকে প্রতীকা চোটের জন্য সেমিফাইনাল ও ফাইনালে খেলতে না পারেননি। বিশ্বকাপ জয়ের পথে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। ৫১.৩৩ গড়ে ৩০৮ রান করেছেন। সর্বোচ্চ ১২২ রান। চোটের জন্য দলে না থাকলেও প্রতীকা হুইল চেয়ারে বসে সতীর্থদের সঙ্গে সেলিব্রেট করেন বিশ্বজয়ের মুহূর্ত। স্নেহ রানা ৬ ম্যাচে ৭ উইকেট পান। পাশাপাশি ৯৯ রান করেছেন। বিশ্বকাপ জেতার জন্য বিসিসিআই-সহ বিভিন্ন মহল থেকে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন প্রত্যেকেই। কেউ ব্যাটে, তো কেউ বলে ভারতকে বিশ্বকাপ জিততে সাহায্য করেছেন।
  • এবার তিন বিশ্বজয়ী কন্যাকে পুরস্কৃত করল ভারতীয় রেলওয়ে।
  • প্রতীকা রাওয়াল, স্নেহ রানা ও রেণুকা সিং ঠাকুরের পদোন্নতি হল ভারতীয় রেলে।
Advertisement