সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী মরশুমে আইপিএল শুরুর আগে একের পর এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান রয়্যালস। রাহুল দ্রাবিড় আগেই সরে গিয়েছেন রাজস্থানের হেডকোচের পদ থেকে। মিনি নিলামের আগে সঞ্জু স্যামসন, মহেশ থিকসানা, ওয়ানিন্দু হাসরাঙ্গার মতো ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে তারা। এই পরিস্থিতিতে কুমার সঙ্গকারাকে হেডকোচের দায়িত্ব দিল রাজস্থান ফ্র্যাঞ্চাইজি।
গত মরশুমেই রাজস্থানের প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছিলেন দ্রাবিড়। কিন্তু তাঁর অধীনে সাফল্য পাননি সঞ্জু স্যামসনরা। ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৪টি ম্যাচ জিতেছিল তারা। পয়েন্ট তালিকায় নবম স্থানে শেষ করেছিলেন বৈভবরা। এবার দ্রাবিড়ের জায়গায় 'পদোন্নতি' ঘটিয়ে শ্রীলঙ্কার প্রাক্তন তারকাকে কোচের পদ দেওয়া হল। গত বছর সঙ্গকারাকে ডিরেক্টর অফ ক্রিকেটের পদে বসানো হয়েছিল।
রাজস্থানের এই ঘোষণার পর এখন ডিরেক্টর অফ ক্রিকেটের সঙ্গে প্রধান কোচেরও দায়িত্ব সামলাবেন দায়িত্ব সামলাবেন সঙ্গকারা। ২০২১-২০২৪ সাল পর্যন্ত কোচ ছিলেন তিনি। ২০২২ এবং ২০২৪ সালে দলকে প্লে-অফে তুলেছিলেন তিনি। এর মধ্যে ২০২২ সালে ফাইনাল খেলেছিল রাজস্থান। অর্থাৎ চ্যাম্পিয়ন হতে না পারলেও কোচ হিসাবে তাঁর রেকর্ড বেশ ভালো। সেই কারণেই রাজস্থান ম্যানেজমেন্ট তাঁর উপর আস্থা রাখল।
নতুন দায়িত্ব পেয়ে সঙ্গকারা বলেন, "রাজস্থানের হেডকোচ হতে পেরে গর্বিত। আমাদের হাতে শক্তিশালী দল রয়েছে। কোচিং স্টাফও ভালো। দল হিসাবে খেলব আমরা। আগামী মরশুমে ভালো ফলাফল করতে মরিয়া আমরা। সবাই মিলে চেষ্টা করব।"
