shono
Advertisement
MS Dhoni

'বোলারদের ঘুম ছুটিয়ে দেবে', আইপিএলে ধোনির ব্যাটিং পজিশন নিয়ে ভবিষ্যদ্বাণী অশ্বিনের

আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। হলুদ প্যাড পরে তাঁর অনুশীলন ইতিমধ্যেই ভাইরাল। প্রশ্ন হল, মাহিকে আইপিএলে কত নম্বরে ব্যাট করতে দেখা যাবে?
Published By: Prasenjit DuttaPosted: 12:30 PM Jan 26, 2026Updated: 12:30 PM Jan 26, 2026

আইপিএল শুরু হতেন এখন বাকি দু'মাস। তার আগে প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। হলুদ প্যাড পরে তাঁর অনুশীলন ইতিমধ্যেই ভাইরাল। প্রশ্ন হল, মাহিকে আইপিএলে কত নম্বরে ব্যাট করতে দেখা যাবে? এই প্রসঙ্গে মুখ খুলেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

Advertisement

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, "আসন্ন আইপিএল মাতানোর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ধোনি। ওকে দেখে তো দারুণ ফিট মনে হচ্ছে। অনেকেই বলেছিলেন, ও হয়তো প্রথম এগারোয় থাকবে না। অনেকের আবার মনে হয়েছে, এটাই শেষ মরশুম। তবে ধোনিকে দেখে মনে হচ্ছে ও ইমরান তাহিরকে দেখে অনুপ্রাণিত হয়েছে।" উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন লেগস্পিনারের বয়স ৪৬। এই বয়সেও তিনি বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে চুটিয়ে খেলছেন। একটা সময় সিএসকে-তেও খেলেছেন তিনি।

অশ্বিন বলেন, "ধোনিকে দেখে মনে হচ্ছে ও ইমরান তাহিরকে দেখে অনুপ্রাণিত হয়েছে।" 

আইপিএলে ধোনির ব্যাটিং পজিশন কী হবে এই প্রসঙ্গে তিনি বলেন, "ওকে দেখে তো মনে হচ্ছে না ন'নম্বরে ব্যাট করবে। ওর অনুশীলন দেখে মনে হচ্ছে তিন নম্বরে নেমে পাওয়ারপ্লে-তে প্রতিপক্ষ বোলারের ঘুম ছুটিয়ে দেবে। তাই ওকে তিন নম্বরে দেখলে অবাক হব না।" ২০২২ সালের পর থেকে আইপিএলে আর কখনও তিন নম্বরে নামেননি তিনি। আইপিএল কেরিয়ারে মোট ৮ বার তিন নম্বরে ব্যাটিং করেছেন ধোনি। গত মরশুমে ধোনি কখনও নেমেছেন আটে, কখনও ন'নম্বরে। তবে এবার তাঁর ব্যাটিং পজিশন বদলে যেতে পারে বলে মনে করছেন অশ্বিন।

উল্লেখ্য, গত শনিবার থেকে ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের নেটে অনুশীলন শুরু করেছেন ৪৪ বছরের ধোনি। সেখানে তাঁকে ঝাড়খণ্ডের ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সৌরভ তিওয়ারির সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন। ধোনির অনুশীলনের ভিডিও পোস্ট করে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থা। জোড়া বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ককে ব্যাট হাতে দেখে আপ্লুত ক্রিকেটপ্রেমীরা। এবার তাঁকে নিয়ে মন্তব্য করলেন অশ্বিনও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement