একটা সময়ে পুজো-আচ্চা থেকে শতহস্ত দূরে থাকতেন। স্পষ্ট বলতেন, "ডু আই লুক লাইক পূজা-পাঠ টাইপস?" সেই বিরাট কোহলি (Virat Kohli) এখন একেবারে পালটে যাওয়া ব্যক্তি। লন্ডনে নিজের বাড়িতেই এখন পুজোর আয়োজন করেন ভারতীয় ক্রিকেটের কিং। সেই ছবিও ভাইরাল হয়েছে। মাঠের আগ্রাসী বিরাটের ধর্মীয় অবতার দেখে মুগ্ধ নেটদুনিয়াও।
ভারতে থাকার পাট কার্যত চুকিয়ে দিয়েছেন বিরুষ্কা। লন্ডনেই পুত্র-কন্যাকে নিয়ে তাঁদের সুখী সংসার। বর্তমানে কেবল খেলার জন্যই ভারতে আসেন বিরাট। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে ভারতে এসেছিলেন তিনি। সিরিজ শেষে আবারও ফিরে গিয়েছেন লন্ডনে। তারপরেই সম্ভবত নিজের বাড়িতে পুজোর আয়োজন করেছিলেন বিরাট। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, সাদা কুর্তা পরে পুজো করেছে তিনি। সঙ্গে স্ত্রী অনুষ্কা। তাঁর পরনেও সাদা কার্ডিগান। পুজোর দায়িত্বে যে পুরোহিত ছিলেন, তাঁর সঙ্গেই ছবি তুলেছেন বিরুষ্কা।
তবে বিরাটের 'ধর্মে মতি' বেশ কিছুদিন ধরেই দেখা গিয়েছে। টেস্ট থেকে অবসর ঘোষণার পরদিনই প্রেমানন্দ মহারাজের দরবারে ছুটে গিয়েছিলেন। পৌঁছতেই প্রেমানন্দ মহারাজ তাঁকে জিজ্ঞাসা করেন, “তুমি প্রসন্ন হয়েছ তো?” উত্তরে বিরাট বলেন, আপাতত তিনি ভালো আছেন। তারপরেই দীর্ঘ বার্তা দেন মহারাজ। বিরাটকে তিনি বলেন, “তোমার এই বৈভব, সেটা কিন্তু কৃপা নয়, পুণ্যের ফল। ঈশ্বরের কৃপা হল অন্তরের চিন্তায় বদল। এখন যেমন আছ, তেমনি থাকো। সংসারের মধ্যে থাকো। কিন্তু আত্মার চিন্তা বদলে ফেলো।
মহারাজের সেই উপদেশ মাথায় রেখেই সম্ভবত নিজেকে বদলে ফেলছেন বিরাট। একটা সময়ে "ডু আই লুক লাইক পূজা-পাঠ টাইপস?" বলা বিরাট এখন মাঝেমাঝেই হাজির হন প্রেমানন্দ মহারাজের আশ্রমে। কখনও স্ত্রীকে নিয়ে, কখনও সতীর্থদের সঙ্গে মন্দিরে পুজো দিতে যান। অযোধ্যার রামমন্দিরেও গিয়েছিলেন বিরুষ্কা। আগ্রাসী বিরাটের এমন শান্ত অবতার দেখে মুগ্ধ কোহলিভক্তরা। অন্যদিকে, মাঠেও দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছেন। ভেঙেছেন একগুচ্ছ রেকর্ডও।
