সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটদুনিয়াকে চমকে দিয়ে অবসর ঘোষণা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। প্রিয় 'অ্যাশ'কে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। তারপর মজার ছলেই নিজের ফোনের কল রেকর্ডের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তারকা স্পিনার। সেখানেই দেখা যাচ্ছে, অবসর ঘোষণার পর অশ্বিনকে ফোন করেছেন শচীন তেণ্ডুলকরের মতো কিংবদন্তিরা।
বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীনই আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন অশ্বিন। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্রয়ের পর আচমকাই সাংবাদিক সম্মেলনে হাজির হন তিনি। অধিনায়ক রোহিত শর্মাকে পাশে নিয়ে অবসর ঘোষণা করেন। তবে আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ক্লাব স্তরে দেখা যাবে তারকা স্পিনারকে। হঠাৎ করে এইভাবে অবসর নেবেন অশ্বিন, সেটা আন্দাজ করতে পারেননি কেউই।
তবে অবসর নিলেও বেশ খোশমেজাজেই রয়েছেন অশ্বিন। ক্রিকেটকে বিদায় জানানো নিয়ে সদ্যপ্রাক্তন ক্রিকেটারের বাবা বিস্ফোরক মন্তব্য করেছিলেন। সেই নিয়ে বিতর্ক শুরু হয়। এহেন বাবার পাশে দাঁড়িয়ে মুখ খুলেছেন অশ্বিন। এক্স হ্যান্ডেলে নিয়মিত পোস্ট করছেন তিনি। সেখানেই নিজের কল রেকর্ডের ছবি পোস্ট করেছেন। অবসর ঘোষণার পর কাদের সঙ্গে ফোনে কথা বলেছেন অশ্বিন, সেই তালিকা বেশ চমকে দেওয়ার মতো।
শচীন তেণ্ডুলকর থেকে কপিল দেব-কে নেই সেই তালিকায়। অবসর ঘোষণার পরে বাবার সঙ্গেও বেশ কয়েকবার কথা বলেছেন 'অ্যাশ আন্না'। নিজের কল রেকর্ডের স্ক্রিনশট এক্স হ্যান্ডেলে পোস্ট করে অশ্বিন লিখেছেন, 'আজ থেকে ২৫ বছর আগে কেউ যদি বলত, আমার একটা স্মার্টফোন থাকবে, অথবা ভারতীয় ক্রিকেটার হিসাবে আমার শেষ দিনটায় ফোনের কল লিস্টটা এরকম দেখাবে, তখন নিঃসন্দেহে আমার হার্ট অ্যাটাক হতো।' ফোন করার জন্য শচীন এবং কপিলকে কৃতজ্ঞতা জানিয়েছেন তারকা স্পিনার। আন্তর্জাতিক কেরিয়ারের শেষ দিনে দুই কিংবদন্তির বার্তা পেয়ে নিজেকে ধন্য মনে করছেন অশ্বিন।