shono
Advertisement
T20 World Cup

জারি 'কারফিউ', নিয়ন্ত্রিত হবে গতিবিধি! টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে প্রবল চাপে ইংল্যান্ড

ইতিমধ্যে কড়া সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। যার জেরে ইংল্যান্ডের গতিবিধিও নিয়ন্ত্রিত হবে বিশ্বকাপ চলাকালীন। 'কারফিউ' লাগু হচ্ছে ইংরেজ ক্রিকেটারদের উপর।
Published By: Arpan DasPosted: 08:51 PM Jan 18, 2026Updated: 08:51 PM Jan 18, 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে প্রবল চাপে ইংল্যান্ড। কারণ অবশ্য নিজেরাই। শুধু অ্যাশেজ সিরিজে হার নয়। সেই সময় যে বিতর্ক হয়েছে, সব নিয়ে সমস্যায় হ্যারি ব্রুকরা। ইতিমধ্যে কড়া সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। যার জেরে ইংল্যান্ডের গতিবিধিও নিয়ন্ত্রিত হবে বিশ্বকাপ চলাকালীন। 'কারফিউ' লাগু হচ্ছে ইংরেজ ক্রিকেটারদের উপর।

Advertisement

অ্যাশেজে ইংরেজ ক্রিকেটারদের মদ্যপান বিতর্ক তুঙ্গে উঠেছিল। দ্বিতীয় টেস্টে হারের পর চারদিনের ছুটি নিয়েছিলেন ইংল্যান্ড ক্রিকেটাররা। জানা গিয়েছিল যে, সেখানে অতিরিক্ত মদ্যপান করে মাতলামি করেন বেন স্টোকসরা। সবচেয়ে বেশি নজর ছিল জ্যাকব বেথেল ও হ্যারি ব্রুকের উপর। অতিরিক্ত মদ্যপানের জন্য এঁদের আগেই সতর্ক করা হয়েছিল। এবার নুসা ট্রিপেও সবাই মিলে কম ‘মাতলামি’ করেনি। তার আগে এক পানশালায় গিয়ে রীতিমতো বেসামাল হয়ে পড়েছিলেন ইংরেজ তারকা হ্যারি ব্রুক। তাঁকে মারতে বাধ্য হয়েছিলেন পানশালার নিরাপত্তারক্ষীরা।

অ্যাশেজে লজ্জার হারের পর মাঠের পারফরম্যান্সের পাশাপাশি 'মাতলামি' নিয়েও প্রবল বিতর্ক হয়। সেই ঘটনা যাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে না হয়, তা নিশ্চিত করতে চায় ইসিবি। ইংরেজ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ব্রুকদের উপর 'মিডনাইট কারফিউ' জারি হচ্ছে। অর্থাৎ রাত বারোটার পর হোটেলের বাইরে থাকা যাবে না। এই নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও নিয়মবিধি চালু হয়নি ঠিকই। তবে প্লেয়ারদের নিজেদের কর্তব্য ও দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। মাঠের বাইরের গতিবিধি সম্পর্কেও সাবধান করা হয়েছে।

বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। সেখান থেকেই এই নিয়ম চালু হয়ে যাবে। বিশ্বকাপে সি গ্রুপে আছেন ব্রুকরা। ইংরেজদের ম্যাচ মুম্বই ও কলকাতায় পড়েছে। তবে গ্রুপে বাংলাদেশের ম্যাচটি নিয়ে এখনও অনিশ্চয়তা আছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement