shono
Advertisement
KL rahul

আইপিএলে আগুনে সেঞ্চুরি, আড়াই বছর পর ভারতের টি-টোয়েন্টি দলে ডাক পাওয়ার পথে রাহুল

চলতি আইপিএলে দুরন্ত ফর্মে আছেন রাহুল।
Published By: Arpan DasPosted: 08:46 PM May 19, 2025Updated: 08:46 PM May 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে আগুনে ফর্মে আছেন কেএল রাহুল। রবিবার গুজরাটের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছেন। দিল্লি হারলেও চর্চায় তাঁর নাম। এবার দুরন্ত ফর্মের পুরস্কার পেতে পারেন রাহুল। জানা যাচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দলে ফিরতে পারেন তিনি।

Advertisement

ভারতের জার্সিতে শেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২২ সালের ১০ নভেম্বর। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ৫ বলে মাত্র ৫ রান করে আউট হন তিনি। ভারত ম্যাচ হারে ১০ উইকেটে। তারপর থেকে আর টি-টোয়েন্টিতে দেখা যায়নি তাঁকে। গতবছর ভারতের বিশ্বকাপজয়ী দলেও ঠাঁই হয়নি। প্রশ্ন উঠেছিল রাহুলের স্ট্রাইকরেট নিয়েও।

কিন্তু এবার যেন সব সমালোচনা বন্ধ করে দিয়েছেন তিনি। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। লোয়ার অর্ডারে নেমে দলকে ভরসা জুগিয়েছেন। এবার আইপিএলেও দারুণ ফর্মে আছেন। ১১ ম্যাচে ৪৯৩ রান করে ফেলেছেন তিনি। এর মধ্যে রবিবার গুজরাটের বিরুদ্ধে ৬৫ বলে ১১২ রানের ইনিংস খেলেন। ১৪টি চারের পাশাপাশি ছিল ৪টি ছয়। রবিবার ৩৩ রান করার পর টি-টোয়েন্টি ক্রিকেটে ৮ হাজার রান পূরণ করেন রাহুল। ব্যক্তিগত এই মাইলফলক স্পর্শ করার পর বিরাট কোহলির রেকর্ড ভেঙে দেন তিনি।

এবার প্রায় আড়াই বছর পর ভারতের টি-টোয়েন্টি দলে ফিরতে পারেন ৩৩ বছর বয়সি তারকা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর রাহুলকে টি-টোয়েন্টি দলের জন্য ভাবা হচ্ছে। তবে পুরো সিদ্ধান্তটাই নির্ভর করছে কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগরকারের উপর। তবে এটাও ঠিক, রাহুলের সেঞ্চুরিতে প্রভাবিত ক্রিকেটমহল। সোশাল মিডিয়ায় প্রশংসায় মুখর তাঁর স্ত্রী আথিয়া শেট্টি ও শ্বশুর সুনীল শেট্টিও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএলে আগুনে ফর্মে আছেন কেএল রাহুল। রবিবার গুজরাটের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছেন।
  • দিল্লি হারলেও চর্চায় তাঁর নাম। এবার দুরন্ত ফর্মের পুরস্কার পেতে পারেন রাহুল।
  • বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দলে ফিরতে পারেন তিনি।
Advertisement