অভ্রবরণ চট্টোপাধ্যায়: দীর্ঘ প্রতীক্ষার অবসান। ঘরে ফিরলেন বঙ্গকন্যা। শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দরে নামলেন বিশ্বজয়ী রিচা ঘোষ (Richa Ghosh)। তাঁকে নিয়ে আবেগের বিস্ফোরণ ঘটে শিলিগুড়িতে। হুড খোলা জিপে বিমানবন্দর থেকে বাড়ি আসেন তিনি। ফুল দিয়ে সাজানো সেই জিপ। তাঁকে দেখতে উপচে পড়ে ভিড়। ঘরে ফিরে কী বললেন ভারতীয় দলের উইকেটরক্ষক?
তাঁর প্রত্যাবর্তনকে ঘিরে আগে থেকেই সেজে উঠেছিল শিলিগুড়ি। বিকেলে বাঘাযতীন পার্কে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে স্থানীয় প্রশাসন এবং ক্রীড়া সংস্থা। সেখানে রিচাকে অভিনন্দন জানাবে শহরের বিভিন্ন ক্লাব, স্কুল ও মহিলা ক্রিকেট অ্যাসোসিয়েশনও। রিচা বলেন, "নিজের শহরে এভাবে ফিরতে পেরে ভালো লাগছে।"
শিলিগুড়িতে নিজের বাড়িতে পৌঁছলেন বিশ্বজয়ী রিচা। নিজস্ব ছবি
সুভাষপল্লিতে রিচার বাড়ি আজ রঙিন আলো, ফুল দিয়ে সেজে উঠেছে। গোটা শিলিগুড়ি তো বটেই, উচ্ছ্বসিত প্রতিবেশীরাও। তাঁদের পাড়ার মেয়েই যে আজ গোটা দেশের গর্ব। তবে তাঁর বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। কোনওরকম বিশৃঙ্খলা যাতে না হয়, সেই দিকেও নজর ছিল। জানা গিয়েছে, মেয়ের ফেভারিট রান্না সেরে রেখেছেন তাঁর মা স্বপ্না ঘোষ। মেনুতে থাকছে ফ্রায়েড রাইস, পনির, মিক্সড ভেজ। উল্লেখ্য, বাড়ি থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত রেড কার্পেট পেতে গার্ড অফ অনার দেওয়ার কথা রিচাকে। তারপর মঞ্চে নাগরিক সংবর্ধনা। বিশেষ সংবর্ধনা দেবে শিলিগুড়ি পৌরসভাও।
ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিচাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। সেই সঙ্গে রাজ্য সরকারের তরফে রিচাকে পুলিশে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে। ৫২ বছর পর প্রথমবার বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা দল। এই জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রিচা। ক্রিকেটের মঞ্চে প্রথম বাঙালি বিশ্বজয়ী রিচা ঘোষ। ভারতের বিশ্বস্ত ফিনিশার তিনি। শেষবেলায় শিলিগুড়ির ২২ বছর বয়সি তরুণীর ব্যাটের ঝড় ছাড়া ভারতের ইনিংস অসম্পূর্ণ। বিশ্বকাপে তিনি মোট ২৩৫ রান করেছেন। যার মধ্যে লিগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর সর্বোচ্চ ৯৪ রান ছিল। ফাইনালে ২৪ বলে ৩৪ রান করেন। গোটা প্রতিযোগিতায় তিনি মোট ১২ ছক্কাও হাঁকিয়েছেন।
