অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: প্রথম বাঙালি ক্রিকেটার হিসাবে বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। সেই সাফল্যের স্বীকৃতিস্বরূপ শিলিগুড়ির মেয়েকে পুলিশের চাকরি দেওয়ার প্রস্তাব দিল রাজ্য সরকার। রিচার বাবা মানবেন্দ্র নিজেই সে খবর জানিয়েছেন।
দেশের মাটিতে ভারতকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন রিচা। কঠিন সময়ে ব্যাট হাতে কার্যকরী ইনিংস খেলেছেন তিনি। সেমিফাইনাল ও ফাইনালে রিচার ক্যামিও অনেকটা চাপ কমিয়ে দিয়েছিল ভারতের উপর থেকে। তাঁর সেই পারফরম্যান্স পূর্ণতা পেয়েছে বিশ্বকাপ জয়ের মাধ্যমে। এবার বিশ্বজয়ীর ঘরে ফেরার অপেক্ষায় শিলিগুড়ি। শুক্রবার রিচা বাগডোগরা বিমানবন্দরে নামবেন। শিলিগুড়িতে তাঁকে স্বাগত জানাতে জমকালো আয়োজন করছে স্থানীয় প্রশাসন। জাতীয় পতাকা লাগিয়ে হুডখোলা জিপে বিমানবন্দর থেকে বিশ্বজয়ীকে বাড়িতে আনবেন খোদ শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শুধু তাই নয় বাড়ি থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত রেড কার্পেট পেতে গার্ড অফ অনার দিয়ে তাকে মঞ্চে দেওয়া হবে নাগরিক সম্বর্ধনা।
ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিচাকে তার শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। সেটাও শোনানো হবে ওই সম্বর্ধনা সভায়। সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে রিচাকে পুলিশে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে। রিচার বাবা মানবেন্দ্র ঘোষ জানিয়েছেন, রাজ্য সরকারের তরফে রিচাকে রাজ্য পুলিশে চাকরি দেওয়ার একটা প্রস্তাব এসেছে। কী চাকরি, কী পদ, সেটা এখনও জানা নেই। তাঁর কথায়, "এই প্রস্তাব রিচা গ্রহণ করবে কি না, জানি না। কাল ও ফিরছে, হয়ত বিস্তারিত কথা হবে।" তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, রিচার ছোটবেলা থেকেই সেনা ও পুলিশে আগ্রহী।
শুক্রবার রিচা শিলিগুড়িতে ফিরবেন একদিনের জন্য। দিনভর নানা অনুষ্ঠান রয়েছে তাঁকে ঘিরে। এদিকে রিচাকে সোনার ব্যাট দিয়ে সংবর্ধনা জানানোর পরিকল্পনা করে রেখেছে সিএবি। সিএবি সূত্রে খবর, তারা ৭ নভেম্বর অনুষ্ঠান করতে আগ্রহী। তবে রিচার পরিবারের তরফে ৮ নভেম্বর অনুষ্ঠান করার জন্য বলা হয়েছে। আপাতত তাই দিন চূড়ান্ত হয়নি। সংবর্ধনার মঞ্চে রিচার হাতে সোনার তৈরি ব্যাট উপহার হিসাবে তুলে দেওয়ার ভাবনা রয়েছে সিএবি-র। তুলে দেওয়া হতে পারে সোনার বলও।
