shono
Advertisement
Virat Kohli

প্রথম ওয়ানডের আগে অনুশীলনে আগ্রাসী বিরাট, ছক্কা দেখে হতবাক পন্থও

ভারতীয় দল ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বিরাট-রোহিতকে ঘিরেই।
Published By: Subhajit MandalPosted: 11:36 AM Nov 30, 2025Updated: 11:36 AM Nov 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'এটা তো ভালো বল ছিল, এত সহজে উড়িয়ে দিলে?' নেটে তখন দাপিয়ে ব্যাটিং করছেন বিরাট কোহলি। যাকে নাকি এখনও বিশ্বকাপের জন্য 'ট্রায়াল' দিতে হচ্ছে। সেই ট্রায়ালের প্রস্তুতিতে নেটে একেবারে রণং দেহী মেজাজে ব্যাট করে গেলেন বিরাট। এতটাই যে, তাঁর ছক্কা দেখে অবাক হতে হলে ঋষভ পন্থকেও।

Advertisement

ভারতীয় দলের সোশাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট হয়েছে। তাতে দেখা যাচ্ছে, টিম ইন্ডিয়ার অনুশীলনের সময় নেটে ব্যাট করছেন বিরাট কোহলি। বল করছিলেন অর্শদীপ সিং। সেই বল চালিয়ে খেলেন কোহলি। বল গিয়ে পড়ে গ্যালারিতে। সামনেই দাঁড়িয়েছিলেন পন্থ। তিনি বলে গেলেন, "ভাইয়া এটা তো দারুণ বল ছিল। এত সহজে উড়িয়ে দিলে।" পন্থের এই উচ্ছ্বসিত প্রশংসা শুনে হাসতে থাকেন কোহলিও। যদিও ওই ভিডিও শনিবারের নয়।

এমনিতে ভারতীয় দলকে এতটা চাপে পড়তে ইদানিংকালে দেশের মাঠে দেখা যায়নি। কোচ গম্ভীর নিজেও বেশ চাপে রয়েছেন। শনিবার ঐচ্ছিক প্র্যাকটিস ছিল। ভারতীয় কোচকে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গেল জাতীয় নির্বাচক প্রজ্ঞান ওঝার সঙ্গে। এমনিতেই টিম ইন্ডিয়া হেডস্যরকে খুব একটা হাসতে দেখা যায় না। তার উপর টেস্ট সিরিজের হার গৌতমকে আরও যেন গম্ভীর করে দিয়েছে। ভারতীয় কোচ জানেন, ওয়ানডে সিরিজে এরপর যদি এদিক-ওদিক হয়, তাহলে সমালোচনার ঝোড়ো হওয়া ক্রমশ 'টর্নেডো'-র চেহারা নেবে।

আর এই পরিস্থিতিতে যে দু'জনকে ঘিরে ভারতীয় টিম ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে, তাঁদের কাউকেই ম্যাচের আগের দিন ট্রেনিংয়ে দেখা গেল না। তাঁরা-বিরাট কোহলি আর রোহিত শর্মা। দীর্ঘ সময় হল, টি-টোয়েন্টির পর টেস্ট থেকেও অবসর নিয়েছেন দুই জাতীয় মহাতারকা। বর্তমানে শুধু ওয়ানডে খেলেন দু'জন। মাসখানেক আগে অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ খেলেছেন। এবার দেশের মাঠে অবতরণ। সেই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতীয় দলের উইকেটরক্ষক সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন।
  • তাতে দেখা যাচ্ছে, টিম ইন্ডিয়ার অনুশীলনের সময় নেটে ব্যাট করছেন বিরাট কোহলি।
  • বল করছিলেন অর্শদীপ সিং। সেই বল চালিয়ে খেলেন কোহলি।
Advertisement