সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাঁচি যে বরাবরই তাঁর ‘পয়া’, তা আবারও প্রমাণ হল। মহেন্দ্র সিং ধোনির শহরে পাঁচ ইনিংসে তিনটি সেঞ্চুরি করলেন বিরাট। ২৮০ দিন পর সেঞ্চুরি করেছেন 'কিং'। আর যা দেখে আবেগতাড়িত টিম ইন্ডিয়ার সতীর্থরাও। এমনকী কোহলির (Virat Kohli) সেঞ্চুরির পর ড্রেসিংরুমে উঠে দাঁড়িয়ে বাঁধনহারা উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় রোহিত শর্মাকেও (Rohit Sharma)। একটা সময় বোধহয় মুখের ভাষায় লাগাম ছাড়াল। 'কটু শব্দে' কাকে বিঁধলেন হিটম্যান?
ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, কোহলির সেঞ্চুরির পর ড্রেসিংরুমে দাঁড়িয়ে প্রবল উচ্ছ্বাস প্রকাশ করছেন রোহিত। কিন্তু একটা সময় আবেগের মাত্রা ছাড়ায়। মুখ থেকে খুব সম্ভবত কটু কথাও বেরিয়ে আসে। যা নিয়ে সোশাল মিডিয়ায় তুমুল চর্চা। আসলে মাস কয়েক আগে রোহিত, বিরাটের ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে যে জল্পনা শুরু হয়েছিল। ‘রো-কো’ ২০২৭ বিশ্বকাপ খেলবেন কি না, চর্চা চলছিল। এই পরিস্থতিতে দু'জনেই রান পেয়েছেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে যে একটি মাত্র ম্যাচে ভারত জিতেছিল, সেখানে রোহিত সেঞ্চুরি ও কোহলি হাফসেঞ্চুরি করেছিলেন। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে'তে শুধু সেই পরিসংখ্যানটা অদলবদল হয়েছে। রাঁচিতে কোহলির ব্যাট থেকে এসেছে সেঞ্চুরি, রোহিত করেছেন হাফসেঞ্চুরি। নেটিজেনরা মনে করছেন, এই পারফরম্যান্স সমালোচকদের মুখের উপর চপেটাঘাত। যা রোহিতের শরীরী ভাষায় বিচ্ছুরিত।
জানসেনের বলে চার মেরে ১০২ বলে সেঞ্চুরি পূরণ করলেন বিরাট। ওয়ানডে’তে ৫২তম সেঞ্চুরির পর চেনা ভঙ্গিতে সেলিব্রেশনে মেতে ওঠেন। গলার আংটি চুম্বনও করেন। এরপর হাত জোড় করে ঈশ্বরকে ধন্যবাদ জানান। প্রাণ সঞ্চারিত হয় গোটা স্টেডিয়ামেও। শেষ পর্যন্ত ১২০ বলে ১৩৫ রানে আউট হয়ে যখন সাজঘরে ফিরলেন বিরাট, তখন ড্রেসিংরুমে তাঁকে জড়িয়ে ধরেন টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীরও। তবে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে বিরাটের সেঞ্চুরিতে রোহিতের বাঁধনহারা উচ্ছ্বাসের ভিডিও।
