shono
Advertisement
Rohit Sharma

বর-কনের ফটোশুট দেখে হিন্দি গানে নাচ! রোহিতের 'সারপ্রাইজে' আপ্লুত নবদম্পতি, দেখুন ভিডিও

এমন সারপ্রাইজ পেয়ে কী বলেছেন যুগল?
Published By: Prasenjit DuttaPosted: 07:18 PM Nov 12, 2025Updated: 07:18 PM Nov 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি যখন মাঠে নামেন, গ্যালারি উদ্বেলিত হয়। কিন্তু মাঠের বাইরে তিনি মাটির মানুষ। সামনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। সেই কারণে মুম্বইয়ের হোটেল জিমে শরীরচর্চায় ব্যস্ত ছিলেন রোহিত শর্মা। বাইরে বিয়ের ফটোশুটে ব্যস্ত ছিলেন বর-কনে। তাঁদের দেখে স্পিকারে 'মেরে ইয়ার কি শাদি হ্যায়' গান বাজিয়ে দিলেন হিটম্যান।

Advertisement

এখানেই শেষ নয়, গানের তালে জানলার সামনে এসে নাচতে শুরু করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। রোহিতের কাছ থেকে এমন 'সারপ্রাইজ' পেয়ে একেবারে তাজ্জব বনে যান যুগল। তাঁরা নমস্কারও করেন রোহিতকে। তাঁদের শুভেচ্ছাও জানান তিনি। তাঁরা মুহূর্তটিকে 'অবিস্মরণীয়' বলে উল্লেখ করে তাঁরা বলেন, "জীবনের অন্যতম সেরা মুহূর্ত।"

দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড মিলিয়ে ছ’টি ওয়ানডে খেলবে ভারত। ৩০ নভেম্বর থেকে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নামবেন রোহিত, বিরাটরা। পরের দু’টি ম্যাচ ৩ এবং ৬ ডিসেম্বর। এরপর ১১ জানুয়ারি থেকে শুরু কিউয়িদের বিরুদ্ধে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ১৪ এবং ১৮ জানুয়ারি। অর্থাৎ দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড সিরিজের মধ্যে ৭ সপ্তাহ ব্যবধান থাকবে।

অন্যদিকে, ২৪ ডিসেম্বর থেকে বিজয় হাজারে ট্রফি। ওয়ানডে ফরম্যাটের এই ঘরোয়া প্রতিযোগিতা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। সবচেয়ে বড় কথা, এই টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি হবে ৮ জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ, নিউজিল্যান্ড সিরিজের আগে শেষ হয়ে যাবে গ্রুপ পর্বের খেলা। আশা করা যাচ্ছে, দুই আন্তর্জাতিক সিরিজের ব্যবধানে রোহিত ঘরোয়া মরশুমে খেলবেন। কারণ কিউয়িদের বিরুদ্ধে নামার আগে ৭টি ঘরোয়া ওয়ানডে পেয়ে যাচ্ছেন। উল্লেখ্য, ২২৪ দিন আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও পরের দুই ম্যাচে ৭৩ ও ১২১ রান করেন তিনি। সিরিজের সেরা হন রোহিত। আর তার পর ভাইরাল হিটম্যানের নাচ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সামনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। সেই কারণে মুম্বইয়ের হোটেল জিমে শরীরচর্চায় ব্যস্ত ছিলেন রোহিত শর্মা।
  • বাইরে এক যুগলের বিয়ের ফটোশ্যুটে ব্যস্ত ছিলেন।
  • তাঁদের দেখে স্পিকারে 'মেরে ইয়ার কি শাদি হ্যায়' গান বাজিয়ে দিলেন হিটম্যান।
Advertisement