দেবাশিস সেন, অ্যাডিলেড: প্রথম টেস্টে খেলতে পারেননি পারিবারিক কারণে। প্রস্তুতি ম্যাচে মিডল অর্ডারে নেমেও রান পাননি। তাই বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টের আগে নিজেকে অনুশীলনে ডুবিয়ে রেখেছেন রোহিত শর্মা। অ্যাডিলেডে প্রথম প্র্যাক্টিসের দিনই এক ঘণ্টা আগে নেটে পৌঁছে গিয়েছেন ভারত অধিনায়ক। দুদফায় ব্যাট করতে দেখা গিয়েছে তাঁকে।
বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টের আগেই পুত্রসন্তানের বাবা হয়েছেন রোহিত। তার জন্য সাময়িক বিরতি নিয়েছিলেন ক্রিকেট থেকে। তবে প্রথম টেস্ট চলাকালীনই পারথে পৌঁছে গিয়েছিলেন রোহিত। সেখানেই গোলাপি বলে অনুশীলন শুরু করে দিয়েছিলেন। কিন্তু ক্যানবেরায় গোলাপি বলে প্রস্তুতি ম্যাচে একেবারেই ভালো খেলতে পারেননি রোহিত। ওপেনিং ছেড়ে চার নম্বরে নেমেছিলেন হিটম্যান। ১১ বল খেলে মাত্র ৩ রান করেন তিনি।
অ্যাডিলেডে রোহিতের ওপেন করা উচিত কিনা, সেই নিয়ে জোর চর্চা চলছে ক্রিকেটমহলে। সেই চর্চার মধ্যেই মঙ্গলবার অনুশীলনে নেমে পড়েছেন ভারত অধিনায়ক। এদিনই অ্যাডিলেডে ভারতের প্রথম অনুশীলন ছিল। স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় অনুশীলনে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেটারদের। কিন্তু নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই নেটে হাজির হন রোহিত। ভারত অধিনায়কের সঙ্গী ছিলেন ঋষভ পন্থও। প্রথম দফায় ৪০ মিনিট টানা ব্যাটিং করেন রোহিত। খানিকক্ষণ পরে দ্বিতীয় দফার ব্যাটিং শুরু করেন।
অন্যদিকে, অ্যাডিলেড টেস্টের আগে অজি শিবিরে চিন্তা বাড়ালেন স্টিভ স্মিথ। মঙ্গলবার অনুশীলন করতে গিয়ে হাতে চোট পেলেন তিনি। মার্নাস লাবুশেনের থেকে থ্রোডাউন নেওয়ার সময়ে আঙুলে এসে বল লাগে। তবে চোট সেরকম গুরুতর নয় বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, এদিন দুই দলের প্র্যাক্টিস দেখতে হাজির ছিলেন ভক্তরাও। অ্যাডিলেডে পৌঁছে দলের প্র্যাক্টিসে যোগ দিয়েছেন ভারতের কোচ গৌতম গম্ভীরও।