shono
Advertisement
Rohit Sharma

খেলেননি একটাও ম্যাচ, দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই ক্রমতালিকায় শীর্ষে রোহিত

ক্রমতালিকায় প্রথম পাঁচে রয়েছেন বিরাট কোহলিও।
Published By: Anwesha AdhikaryPosted: 03:25 PM Nov 26, 2025Updated: 04:27 PM Nov 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র সাতদিনের জন্য সিংহাসনচ্যুত হয়েছিলেন। আবারও ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। কোনও ম্যাচ না খেলেই ড্যারেল মিচেলকে একধাপ পিছনে ফেলে দিয়েছেন হিটম্যান। তবে আগামী রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আবারও মাঠে নামবেন তিনি। ক্রমতালিকায় প্রথম পাঁচে রয়েছেন বিরাট কোহলিও।

Advertisement

গত সপ্তাহেই মাত্র এক পয়েন্টের জন্য ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হাতছাড়া হয় রোহিতের। ৭৮২ পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে আসেন নিউজিল্যান্ডের মিচেল। ১৬ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১১৮ বলে ১১৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। সেই দুরন্ত ইনিংসের পুরস্কারস্বরূপ ওয়ানডে ক্রমতালিকায় মিচেল উঠে আসেন প্রথম স্থানে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই সিরিজের শেষ দুই ম্যাচে খেলতে পারেননি। তার ফলেই র‍্যাঙ্কিংয়ে নেমে গেলেন মিচেল।

কোনও ম্যাচ না খেলেই আবারও ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেলেন হিটম্যান। অস্ট্রেলিয়া সিরিজে অনবদ্য পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ আইসিসি ওয়ানডে ক্রমতালিকায় দাপট ধরে রেখেছিলেন তিনি। তাই মাত্র সাতদিনের ব্যবধানেই ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রোহিত। অস্ট্রেলিয়ায় যেমন খেলেছেন, প্রোটিয়া দলের বিরুদ্ধেও যদি তেমন পারফরম্যান্স করতে পারেন, তাহলে শীর্ষস্থান আরও পোক্ত করে ফেলবেন ভারতের প্রাক্তন অধিনায়ক। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন দুই ভারতীয় – শুভমান গিল এবং বিরাট কোহলি। তাঁদের রেটিং পয়েন্ট যথাক্রমে ৭৪৫ এবং ৭২৫।

ভারতের ঘরের মাঠে ২-০ সিরিজ জিতে টেস্ট র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট ক্রমতালিকায় ভারত চতুর্থ স্থানে। টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জশপ্রীত বুমরাহ। প্রথম দশে আর কোনও বোলার নেই। অন্যদিকে ব্যাটারদের মধ্যে প্রথম দশে কেবল যশস্বী জয়সওয়াল। তবে টেস্ট অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে রয়েছেন রবীন্দ্র জাদেজা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আবারও মাঠে নামবেন রোহিত।
  • গত সপ্তাহেই মাত্র এক পয়েন্টের জন্য ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হাতছাড়া হয় রোহিতের। ৭৮২ পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে আসেন নিউজিল্যান্ডের মিচেল।
  • অস্ট্রেলিয়া সিরিজে অনবদ্য পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ আইসিসি ওয়ানডে ক্রমতালিকায় দাপট ধরে রেখেছিলেন তিনি।
Advertisement