shono
Advertisement
Rohit Sharma

ওয়ানডে-তে নয়া রেকর্ডের মালিক রোহিত, টপকালেন শচীন-সৌরভকে

বৃহস্পতিবার অল্পের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া হল হিটম্যানের।
Published By: Anwesha AdhikaryPosted: 08:29 PM Feb 20, 2025Updated: 08:52 PM Feb 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই নজির রোহিত শর্মার। ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসাবে ১১ হাজার রান পূর্ণ করলেন ভারত অধিনায়ক। পরিসংখ্যান বলছে, চতুর্থ ভারতীয় হিসাবে ওয়ানডেতে ১১ হাজার করেছেন রোহিত। তবে বৃহস্পতিবার অল্পের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া হল হিটম্যানের।

Advertisement

এদিন দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করল ভারত। আর সেই ম্যাচেই নতুন ইতিহাস লিখলেন ভারত অধিনায়ক। ক্রিকেট ইতিহাসের দশম ব্যাটার হিসাবে ৫০ ওভারের ক্রিকেটে তিনি ১১ হাজার রানের গণ্ডি পেরলেন। ২৭০টি ইনিংস খেলে এই নজির গড়লেন রোহিত, যা কিনা ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। ২৬১ ইনিংসে এই কীর্তি গড়েছিলেন বিরাট কোহলি। সেটাই দ্রুততম ১১ হাজার রানের রেকর্ড।

রোহিতের আগে ওয়ানডেতে ১১ হাজার রানের গণ্ডি পার করেছেন তিনজন ভারতীয় ক্রিকেটার। বিরাট ছাড়া এই তালিকায় রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং শচীন তেণ্ডুলকর। তবে রোহিতের চেয়ে বেশি ইনিংস খেলে ১১ হাজার রান করেছেন দুই প্রাক্তন ক্রিকেটার। শচীন-সৌরভের চেয়ে কম ইনিংস খেলেই তাঁদের নজির ছুঁয়ে ফেললেন ভারত অধিনায়ক। যদিও ওয়ানডেতে মোট রানের নিরিখে তাঁদের চেয়ে রোহিত এখনও অনেক পিছিয়ে।

তবে নজির গড়লেও এদিন অল্পের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া করলেন রোহিত। বাংলাদেশের বিরুদ্ধে অল্প রানের টার্গেট থাকলেও ইনিংসের শুরুর দিকে খানিকটা অস্বস্তিতে দেখাচ্ছিল ভারত অধিনায়ককে। তবে ধীরে ধীরে ছন্দে ফেরেন। মুস্তাফিজুর রহমানের এক ওভারে তিনটি বাউন্ডারি আসে তাঁর ব্যাট থেকে। কিন্তু বড় শট খেলতে গিয়েই উইকেট হারান ভারত অধিনায়ক। ৪১ রান করে তাঁকে ফিরতে হয় প্যাভিলিয়নে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করল ভারত।
  • রোহিতের আগে ওয়ানডেতে ১১ হাজার রানের গণ্ডি পার করেছেন তিনজন ভারতীয় ক্রিকেটার।
  • বাংলাদেশের বিরুদ্ধে অল্প রানের টার্গেট থাকলেও ইনিংসের শুরুর দিকে খানিকটা অস্বস্তিতে দেখাচ্ছিল ভারত অধিনায়ককে।
Advertisement