সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে নতুন গ্লাভস পরে মাঠে নামলেন রোহিত শর্মা। ভারতীয় দলের ওয়ানডে অধিনায়কের দস্তানায় লেখা রয়েছে এক বিশেষ বার্তা। আসলে রোহিত নিজের পরিবারের সদস্যদের কৃতজ্ঞতার জানাতে চান। সেজন্যই ওই বিশেষ গ্লাভসটি তৈরি করিয়েছেন তিনি।

আইপিএলে রোহিতের গ্লাভসে ইংরেজি অক্ষরে লেখা রয়েছে ‘এস’, ‘এ’, ‘আর’। আসলে নিজের পরিবারের বাকি তিন সদস্যের নামের আদ্যাক্ষর গ্লাভসে লিখে নিয়েছেন হিটম্যান। হিটম্যানের নতুন দস্তানায় লেখা ‘এস’ অক্ষর তাঁর মেয়ে সামাইরার নামের আদ্যাক্ষর। ‘এ’ অক্ষর তাঁর শিশুপুত্র আহানের এবং ‘আর’ অক্ষর তাঁর স্ত্রী ঋতিকার নামের আদ্যাক্ষর। আসলে হিটম্যান পুরদস্তুর ফ্যামিলি ম্যান। কেরিয়ারের স্বার্থে যতই ব্যস্ততা থাক, পরিবারের প্রতি তাঁর ভালোবাসা এবং আনুগত্যে কোনও ভাঁটা পড়েনি। সেটাই বোঝাতে চেয়েছেন তিনি।
যে সংস্থা রোহিতকে ক্রীড়া সরঞ্জাম সরবরাহ করে, সেই সংস্থাই তৈরি করেছে নতুন গ্লাভস। যদিও নতুন গ্লাভস পরে খেলতে নেমে শুরুটা একেবারেই ভালো করেননি রোহিত। আইপিএলের প্রথম ইনিংসে চেন্নাইয়ের বিরুদ্ধে শূন্য রানেই ফিরতে হয়েছে তাঁকে।
২০১৫ সালে ঋতিকা সাজদেকে বিয়ে করেন রোহিত। ২০১৮ সালের একেবারে শেষ দিকে রোহিতের মেয়ে সামাইরার জন্ম হয়। ছ'বছর বাদে চলতি বছরই হিটম্যানের দ্বিতীয় সন্তানের জন্ম। আপাতত চার সদস্যের সুখী পরিবার তাঁর।