সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই মহানায়ক। তাঁরা এখন আর অধিনায়ক নন। কিন্তু 'দক্ষিণী ডার্বি'র প্রাণভোমরা আজও ধোনি আর বিরাটই (MS Dhoni-Virat Kohli)। ম্যাচের ফলাফল যাই হোক না কেন, দিনের শেষে দুই বন্ধুর আলিঙ্গনের মুহূর্তে যেন সময় এক ধাক্কায় অনেকটা পিছিয়ে গেল। অন্যদিকে ম্যাচের পর আরসিবি অধিনায়ক রজত পাতিদার যখন ধোনির সঙ্গে দেখা করেন, তখন তিনি টুপিটা খুলে নেন। সেটারও প্রশংসা করছেন নেটিজেনরা।

এমনিতে গোটা ম্যাচে কোনও কিছুই সিএসকে'র পক্ষে যায়নি। যে চিপকে আরসিবি ১৭ বছর জিততে পারেনি, সেখানে রজত পাতিদারের দল জিতেছে ৫০ রানে। শেষবেলায় নেমে ঝড় তুলেও ম্যাচ জেতাতে পারেননি ধোনি। যদিও ম্যাচের পর ধরা পড়ল সেই চির পরিচিত দৃশ্য। বিরাটকে জড়িয়ে ধরলেন মাহি। যে ছবি জাতীয় দলের জার্সিতে বহুবার দেখা গিয়েছে।
কিছুদিন আগেই ধোনি মুখ খুলেছিলেন বিরাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে। জানিয়ে ছিলেন, দুজনের মধ্যে অনেক কথা হয়। কিন্তু সেসব ফাঁস করতে রাজি নন মাহি। ধোনির মতে, “আমরা ঠিক সিনিয়র-জুনিয়র নই। তার মাঝে কোথাও একটা দাঁড়িয়ে আমাদের সম্পর্ক। আমাদের বন্ধুত্ব খুবই মজবুত। আমরা তো এখন আর অধিনায়ক নই। ফলে টসের আগে অনেকক্ষণ গল্প করার সুযোগ পাওয়া যায়।”
আরসিবি'র অধিনায়ক এখন রজত পাতিদার। ম্যাচের পর তিনি ধোনির দিকে এগিয়ে আসার সময় টুপি খুলে নেন। নেটিজেনদের মতে সিএসকে তারকাকে সম্মান দেখানোর জন্য এই আচরণ করেন পাতিদার। ম্যাচের পর ধোনিকে জড়িয়ে ধরেন আরসিবি'র ক্রুণাল পাণ্ডিয়া।