shono
Advertisement
Sachin Tendulkar

বন্ধুকে দেখেই হাত ধরে টান কাম্বলির! কোনওক্রমে ছাড়ালেন শচীন, ভিডিও ঘিরে শোরগোল

অনুষ্ঠানে গান গাইতেও শোনা গেল কাম্বলিকে।
Published By: Sulaya SinghaPosted: 10:01 AM Dec 04, 2024Updated: 01:05 PM Dec 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ইয়ে দোস্তি...'। শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar) এবং বিনোদ কাম্বলির বন্ধুত্ব 'শোলে' ছবির জয়-বীরুর থেকে কোনও অংশে কম ছিল না। রমাকান্ত আচরেকরের কোচিংয়ে গলায় গলা মিলিয়ে দুই বন্ধু ভাগ করে নিয়েছেন বহু সুখ-দুঃখের কাহিনি। দেশের জার্সিতে খেলেছেন একসঙ্গে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্বে খানিক চিড় ধরলেও এখনও পরস্পরের সঙ্গে দেখা হলে আবেগপ্রবণ হয়ে পড়েন দুজনই। সেই দৃশ্যই ক্যামেরাবন্দি হল মঙ্গলবার। অবিস্মরণীয় কোচ রমাকান্ত আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধনের অনুষ্ঠানে।

Advertisement

স্যর আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন শচীন এবং কাম্বলি। শিবাজি পার্কে উপস্থিত ছিলেন এমএনএস কর্তা রাজ ঠাকরেও। তবে সকলের নজর আটকে যায় কাম্বলি ও শচীনের সাক্ষাতেই। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বেশ কয়েকটি ভিডিও। যাতে দেখা যাচ্ছে, বয়সের ভারে যেন ন্যুব্জমান কাম্বলি। গাল ভর্তি সাদা দাড়ি। দেখে বোঝার উপায় নেই তিনি শচীনের এককালের সতীর্থ। কারণ মাস্টার ব্লাস্টার এখনও আগের মতোই ফিট। মঞ্চে উঠে কাম্বলির প্রতি সৌজন্য দেখাতেই শচীনের হাত শক্ত করে ধরলেন ছোটবেলার বন্ধু। সে হাত যেন আর ছাড়তেই চাইছেন না। একপ্রকার জোর করেই বন্ধুর হাত ছাড়িয়ে নিজের আসনে এসে বসেন লিটল মাস্টার।

এখানেই শেষ নয়। অনুষ্ঠানে গান গাইতেও শোনা গেল কাম্বলিকে। যা শুনে হাততালি দিলেন শচীন। নেটদুনিয়ার চর্চায় সেই ভাইরাল ভিডিও। নেটিজেনদের অনেকেরই দাবি, কাম্বলির আচরণ খানিকটা যেন অপ্রকৃতিস্থ। তবে বন্ধুতা ভোলেননি শচীন। 'ক্রিকেট ঈশ্বর' হয়েও যে তিনি মাটির মানুষ, সেটাও আরও একবার প্রমাণিত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্যর আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন শচীন এবং কাম্বলি।
  • শিবাজি পার্কে উপস্থিত ছিলেন এমএনএস কর্তা রাজ ঠাকরেও। তবে সকলের নজর আটকে যায় কাম্বলি ও শচীনের সাক্ষাতেই।
  • সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বেশ কয়েকটি ভিডিও।
Advertisement