সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সালটা ২০২৫ নাকি ২০০৫? চিন্তায় পড়ে যেতে পারেন যে কোনও ক্রিকেটভক্ত। সময়ের চাকা যেন এভাবেই পিছনে ঘুরিয়ে দিলেন শচীন তেণ্ডুলকর। ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ নেটপাড়ার বক্তব্য, 'স্বয়ং ঈশ্বর যেন ক্রিকেট খেলতে নেমেছেন।'

অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে আয়োজিত আন্তর্জাতিক মাস্টার্স লিগের শুরু থেকেই দুরন্ত ছন্দে ভারত। শচীন ছাড়াও বিশ্বকাপজয়ী যুবরাজ সিং, সুরেশ রায়না, ইউসুফ পাঠানরা রয়েছেন ভারতের স্কোয়াডে। সেখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে সহজেই জেতে ভারতের 'মাস্টাররা'। কিন্তু সব নজর যে 'মাস্টার ব্লাস্টারে'র উপর। নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে শচীন করলেন ২১ বলে ৩৪ রান। পাঁচটা চারের সঙ্গে হাঁকালেন একটি ছক্কাও।
তবে সংখ্যাটাই শেষ কথা নয়। যে ভঙ্গিতে শচীন ব্যাট করলেন, তাতে কে বলবে তাঁর বয়স ৫১। চেনা স্ট্রেট ড্রাইভ তো ছিলই, সেই সঙ্গে উপহার রইল অবিশ্বাস্য কভার ড্রাইভ। এগিয়ে এসে শটও হাঁকালেন। ফুটওয়ার্ক দেখে কে বলবে ১২ বছর আগে তিনি অবসর নিয়েছেন? প্রায় ৩৬ হাজার দর্শক মুগ্ধ হয়ে দেখলেন, ক্যামেরাবন্দি করলেন। ঝড় উঠল সোশাল মিডিয়াতেও। ক্রিকেটপ্রেমীরা 'ধন্যবাদ' জানাচ্ছেন শচীনকে।
অনেকে লিখছেন, 'ঈশ্বর ক্রিকেট খেলতে চেয়েছেন বলে শচীন পৃথিবীতে এসেছেন।' কেউ বলছেন, '৭০ বছর বয়সেও তিনি গোটা স্টেডিয়াম ভরিয়ে দিতে পারবেন।' কিংবা নেটিজেনরা লিখছেন, '৫১ বছর বয়সে শচীন তেণ্ডুলকর প্রায় ২০০ স্ট্রাইক রেটে খেলছেন। নিজের সেরা সময়ে টি-টোয়েন্টি খেললে তিনি কী করতেন, সেটা ভাবেই আশ্চর্য হতে হয়। উনি শুধু ক্রিকেট খেলার জন্যই জন্মেছেন। বয়স কোনও পার্থক্যই তৈরি করতে পারেনি।'