shono
Advertisement
Sachin Tendulkar

নজির গড়ে ইংল্যান্ড বধ, আফগানিস্তানের জয়ে উচ্ছ্বসিত শচীন-শাস্ত্রীরা

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তানের বিদায়ের পর শোয়েব আখতারও গলা ফাটাচ্ছেন আফগানিস্তানের হয়ে।
Published By: Anwesha AdhikaryPosted: 11:57 AM Feb 27, 2025Updated: 12:00 PM Feb 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ইংল্যান্ডকে হারিয়েছে আফগানিস্তান। বুধবার বেকায়দায় পড়ে গেলেও আফগান ব্রিগেড যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, যেভাবে ছিটকে দিয়েছে বিশ্বজয়ী ইংল্যান্ডকে-সেই দেখে উচ্ছ্বসিত প্রাক্তন ক্রিকেটাররা। সেই তালিকায় রয়েছেন শচীন তেণ্ডুলকর থেকে রবি শাস্ত্রী।

Advertisement

বুধবারের যুদ্ধ দু’টো টিমের কাছেই ছিল জীবন-মৃত্যুর ম্যাচ। আর সেই ম্যাচে ইব্রাহিম জাদরান করলেন অতিমানবিক ১৭৭। জোফ্রা আর্চার, মার্ক উড, জেমি ওভারটনদের ফালাফালা করে, মাত্র ১৪৬ বলে, বারোটা বাউন্ডারি ও ছয় ওভার বাউন্ডারির বিস্ফোরক ইনিংসে। যে ইনিংসের উপর ভরসা করে ৫০ ওভারে ৩২৫-৭ তুলে ফেলল আফগানিস্তান। সেই রান তাড়া করে আর জিততে পারেনি ইংল্যান্ড। পরপর দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেল তারা।

আফগানিস্তানের দুরন্ত জয়ে উচ্ছ্বসিত শচীন তেণ্ডুলকর। ম্যাচ শেষে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে উন্নতি করেছে আফগানিস্তান। ওদের ম্যাচ জেতাকে মোটেও অঘটন বলা যাবে না আর। কারণ ম্যাচ জেতার অভ্যাস করে ফেলেছে আফগানিস্তান।' শতরান হাঁকানো ইব্রাহিম এবং পাঁচ উইকেট পাওয়া আজমাতুল্লা ওমরজাইকেও শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটের ঈশ্বর।

কেবল শচীন নন, ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী ইংল্যান্ডকে একহাত নিয়ে বলেন, 'কামাল কর দি আফগানিস্তান। আর ইংল্যান্ড, উপমহাদেশে এসে খেলাটাকে গুরুত্ব দিতে শেখ। তাহলেই বিদেশে গিয়ে খেলার যোগ্য বলে বিবেচিত হবে।' গত ওয়ানডে বিশ্বকাপে আফগানদের মেন্টর ছিলেন অজয় জাদেজা। বুধবার আফগানিস্তানের জয়ে উচ্ছ্বসিত তিনিও। এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'আফগান ফ্যানদের প্রাপ্য এই জয়। কারণ তাঁরা বিশ্বের সবচেয়ে উৎসাহী ভক্তকুল।' চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। সেদেশের কিংবদন্তি শোয়েব আখতারও তাই গলা ফাটাচ্ছেন আফগানিস্তানের হয়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবারের যুদ্ধ দু’টো টিমের কাছেই ছিল জীবন-মৃত্যুর ম্যাচ। আর সেই ম্যাচে ইব্রাহিম জাদরান করলেন অতিমানবিক ১৭৭।
  • আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে উন্নতি করেছে আফগানিস্তান। ওদের ম্যাচ জেতাকে মোটেও অঘটন বলা যাবে না আর।
  • গত ওয়ানডে বিশ্বকাপে আফগানদের মেন্টর ছিলেন অজয় জাদেজা। বুধবার আফগানিস্তানের জয়ে উচ্ছ্বসিত তিনিও।
Advertisement