সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও 'লজ্জা' নেই, কোনও 'আক্ষেপ' নেই। ক্রিকেট সমর্থকরা প্রবল সমালোচনা করলেও ভ্রূক্ষেপ নেই সাহিবজাদা ফারহানের। বরং বন্দুক উঁচিয়ে সেলিব্রেট করা নিয়ে পাক ব্যাটারের বক্তব্য, "আমার কিছু যায়ে আসে না।"
২৯ বছর বয়সি পাকিস্তানি ক্রিকেটার বলছেন, "যদি ছয় মারা নিয়ে কথা বলেন, তাহলে বলব ভবিষ্যতে এরকম ম্যাচ আরও দেখতে পারবেন। সেলিব্রেশনটা হঠাৎ করেছি। আমি হাফসেঞ্চুরি করে খুব একটা সেলিব্রেশন করি না। কিন্তু এদিন হঠাৎ উদযাপন করার কথা মাথায় আসে। আমি জানি না লোকে ব্যাপারটা কীভাবে দেখছে? আমার কিছু যায়ে আসে না। আমি যেখানেই খেলি, আগ্রাসীভাবে খেলি। সেটা ভারত বলে নয়, আমি সব দলের বিরুদ্ধেই আগ্রাসী ক্রিকেট খেলি।"
তবে ফারহান মুখে যাই বলুন না কেন, তথ্য তাঁর বিপরীতেই কথা বলছে। আন্তর্জাতিক মঞ্চে পাক ব্যাটারের 'আগ্রাসী' ক্রিকেটের স্ট্রাইক রেট ১২১.৪২। আর হাফসেঞ্চুরি করে সেলিব্রেশন করবেন কী করে? আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর হাফসেঞ্চুরি মাত্র দুটি! যাই হোক, তাঁর ৪৫ বলে ৫৮ রান শেষ পর্যন্ত জলেই গিয়েছে। তবে ন্যক্কারজনক আচরণের জন্য তাঁকে নিয়ে চর্চা চলছে।
উল্লেখ্য, সুপার ফোরের ম্যাচে ভারতের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেন ফারহান। একগুচ্ছ ক্যাচ হাতছাড়া হয়, সেটা আলাদা কথা। কিন্তু তারপর যেটা ফারহান করলেন, সেটা একেবারেই ক্রিকেট মাঠে করার মতো আচরণ নয়। ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিবাদন গ্রহণ নয়, গুলি চালানোর ভঙ্গি করলেন পাক ব্যাটার! পহেলগাঁও জঙ্গিহানা পরবর্তী সময়ে এই ম্যাচ নিয়ে অনেক আপত্তি ছিল। সূর্যকুমাররা গ্রুপ পর্বের ম্যাচে জেতার পর জঙ্গিহানায় নিহতদের শ্রদ্ধা জানান। ক্রিকেট মাঠে সেই মর্মান্তিক ঘটনার স্মৃতি ফিরিয়ে আনলেন পাক ব্যাটার ফারহান, এমনটাই বলছে নেটদুনিয়া।
