সন্দীপন বন্দ্যোপাধ্যায়, লিডস: শুক্রবার শুরু হতে চলেছে বহুপ্রতীক্ষিত ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। গত এক মাস ধরে রোহিত শর্মা, বিরাট কোহলির না থাকা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। কিন্তু আপাতত সেই সব 'তর্ক' ভুলে এগিয়ে যেতে হবে টিম ইন্ডিয়াকে। সেই লক্ষ্যেই ২০ জুন প্রথম টেস্টে নামতে চলেছে শুভমান গিলের ভারত। তবে প্রথম টেস্টের আগে জানা গিয়েছে, অভিষেক ঘটতে চলছে সাই সুদর্শনের।
অনেকদিন ধরেই তিন নম্বরে কে ব্যাট হাতে নামবেন, তা নিয়ে জল্পনা ছিল। ভাবা হয়েছিল করুণ নায়ারের নাম। কিন্তু ম্যাচের আগের দিন মোটামুটি নিশ্চিত করা হয়েছে তিনে হয়তো দেখা যেতে চলেছে সাই সুদর্শনকে।
টিম ইন্ডিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে ব্যাটিং অর্ডার সাজানো। যশস্বীর সঙ্গে লোকেশ রাহুল হয়তো ওপেন করবেন। বিরাট থাকলে শুভমান গিল তিন নম্বরে ব্যাটিং করে যেতেন। কোহলি চারে। এখন বিরাটের না থাকায় অনেক কিছু বদলাতে হচ্ছে। গিল হয়তো বিরাটের জায়গায় অর্থাৎ চার নম্বর স্লটে যাবেন। সুতরাং তিন নম্বর স্লটে সাই সুদর্শনকে রেখেই সম্ভবত ভাবনাচিন্তা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন সাই। এবারও আইপিএলে সবচেয়ে বেশি রান তাঁরই নামে। তখনই ভরসা জিতে নিয়েছেন শুভমান গিলের। টেকনিকালিও খুবই নিখুঁত সুদর্শন। বৃহস্পতিবার অনুশীলনের মাঝে ভারতীয় হেডকোচ গৌতম গম্ভীরকে দেখা গেল সাই সুদর্শনের সঙ্গে হাত মেলাতে। তারপর খানিকক্ষণ কথাও বললেন তাঁরা। তখনই নিশ্চিত হয়ে যায়, শুক্রবার সাদা জার্সি গায়ে অভিষেক হতে চলেছে ২৩ বছরের এই ক্রিকেটারের।
