shono
Advertisement
CSK

'চ্যাম্পিয়নের মতো মনে হচ্ছে', সিএসকে জার্সি গায়ে চাপিয়ে বললেন আইপিএল না জেতা তারকা

সিএসকে প্রকাশিত ভিডিওয় তাঁকে হলুদ জার্সিতে দেখা গিয়েছে।
Published By: Prasenjit DuttaPosted: 06:21 PM Nov 20, 2025Updated: 08:02 PM Nov 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই আইপিএলের মিনি নিলাম। তার আগেই সঞ্জু স্যামসনকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। এবার সেই সঞ্জু সিএসকে জার্সিতে প্রথম বার সমর্থকদের সামনে প্রকাশ্যে এলেন। সিএসকে প্রকাশিত ভিডিওয় তাঁকে হলুদ জার্সিতে দেখা গিয়েছে। তাতে নিজেকে 'চ্যাম্পিয়নের মতো' মনে হয়েছে ৩১ বছরের এই উইকেটরক্ষক-ব্যাটারের। 

Advertisement

সঞ্জুকে নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। শোনা যাচ্ছিল, রাজস্থান ম্যানেজমেন্টের সঙ্গে তাঁর আর বনিবনা হচ্ছে না। আবার চেন্নাই দীর্ঘদিন ধরে ধোনির উত্তরসূরি খুঁজছে। তবে এতদিন চুক্তি আটকে ছিল দর কষাকষির জন্য। শেষমেশ রাজস্থানের শর্তেই সঞ্জুর জন্য রবীন্দ্র জাদেজা এবং স্যাম কুরানকে ছেড়েছে সিএসকে। জাদেজা ফিরেছেন পুরনো দলে। এই রাজস্থান থেকেই আইপিএল অভিযান শুরু করেন তিনি। অন্যদিকে চেন্নাই সঞ্জুকে অধিনায়ক ঘোষণা করে কি না, সেটাই দেখার। তবে তার আগে 'ইয়েলো আর্মি'র জার্সি গায়ে চাপিয়ে আবেগঘন সঞ্জু স্যামসন।

সিএসকে'র সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে ১১ নম্বর জার্সিতে দেখা গিয়েছে সঞ্জুকে। সেখানে তিনি বলেন, "এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম। আমি ভাগ্যবান হলুদ জার্সি পরতে পারছি বলে। এর আগে অন্য রঙের জার্সি পরেছি। তবে হলুদ জার্সি পরার অনুভূতিটাই আলাদা। এই জার্সি পরে দুর্দান্ত অনুভূতি হচ্ছে।"

তিনি আরও বলেন, "সিএসকে জার্সি পরে কেমন মনে হবে, সেটা আগে কখনও ভাবিনি। খুবই ইতিবাচক অনুভূতি। নিজেকে চ্যাম্পিয়নের মতো মনে হচ্ছে।" ২০১৩ সালে সঞ্জুকে সই করায় রাজস্থান। প্রথম দফায় ৩ মরশুম রাজস্থানের হয়ে খেলেন। ২০১৮ সালে তাঁকে আবার কিনে নেয় রাজস্থান। তারপর থেকেই রাজস্থানের মুখ হয়ে উঠেছেন সঞ্জু। ২০২১ সালে তাঁকে অধিনায়ক করা হয়। তাঁর অধিনায়কত্বে ২০২২ সালে ফাইনালে ওঠে রাজস্থান। ২০২৪ সালেও দলকে প্লে-অফে তোলেন সঞ্জু। কিন্তু গত আইপিএল থেকেই রাজস্থান ম্যানেজমেন্টের সঙ্গে সমস্যা শুরু হয় সঞ্জুর। উল্লেখ্য, ৪৩.৪০ কোটি টাকা পার্স রেখে মিনি নিলামে নামবে সিএসকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সামনেই আইপিএলের মিনি নিলাম।
  • তার আগেই সঞ্জু স্যামসনকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।
  • এবার সেই সঞ্জু সিএসকে জার্সিতে প্রথম বার সমর্থকদের সামনে প্রকাশ্যে এলেন।
Advertisement