shono
Advertisement

Breaking News

Sanju Samson

৭ ম্যাচের চ্যালেঞ্জ নিয়ে ভোলবদল, 'সুন্দর' সঞ্জুয় মুগ্ধ ডারবানের নায়ক যুবরাজও

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কী কী রেকর্ড গড়লেন সঞ্জু?
Published By: Arpan DasPosted: 02:44 PM Nov 09, 2024Updated: 02:44 PM Nov 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ডারবানের মাঠ এতদিন ভারতীয় ক্রিকেটভক্তদের কাছে জনপ্রিয় ছিল যুবরাজ সিংয়ের জন্য। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই ছয় ছক্কার ইনিংস কে ভুলতে পারে? সেই সঙ্গে নিজের জন্যও আলাদা একটা আসন করে নিলেন সঞ্জু স্যামসন। ভাঙলেন একের পর এক রেকর্ড। তার পর প্রশংসা পেলেন খোদ যুবরাজের থেকে। 

Advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ৫০ বলে ১০৭ রান করেন তিনি। সঞ্জু প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি পর পর দুটি টি-টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন। তাছাড়া রোহিত ও সূর্যকুমার ছাড়া সঞ্জুই একমাত্র ভারতীয়, যার একই বছরে দুটি সেঞ্চুরি রয়েছে। সেই সঙ্গে তিনি ছুঁয়ে ফেলেছেন রোহিত শর্মাকেও। প্রোটিয়াদের বিরুদ্ধে ১০টি ছয় মেরেছেন সঞ্জু। এর আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একমাত্র রোহিতই এক ইনিংসে ১০টি ছক্কা হাঁকিয়ে ছিলেন।

সঞ্জুর ইনিংস দেখে সোশাল মিডিয়ায় বার্তা পাঠালেন যুবরাজ সিং। ডারবানের কিংসমিড স্টেডিয়ামে ছয় ছক্কা মেরেছিলেন তিনি। আর এদিন সঞ্জুর সেঞ্চুরির পর যুবি লিখেছেন, "অপূর্ব সুন্দর সঞ্জু! তোমার খেলা দেখতে পাওয়াও শান্তি। খুব ভালো খেলেছ।" আর খোদ সঞ্জু কী বলছেন? তাঁকে ৭ ম্যাচ সময় দিয়েছিলেন অধিনায়ক সূর্য। সেই বিষয়ে ভারতীয় দলের উইকেটকিপার বলছেন, "যখন আমি দলীপ ট্রফি খেলছিলাম, তখন দ্বিতীয় ম্যাচের সময় সূর্য অন্যদলে ছিল। ও আমাকে বলে, 'সামনের ৭টা ম্যাচ তোর'। পরের সাত ম্যাচই আমি ওপেন করব। যাই হয়ে যাক না কেন, সূর্য আমার পাশে আছে।"

সঞ্জুর সংযোজন, "তার পরই আমার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। কেরিয়ারে প্রথমবার আমি আলাদা মানসিকতা নিয়ে খেলতে নামি। সেই আত্মবিশ্বাসটাই মাঠে চোখে পড়ছে। আমি বেশি দূর তাকাতে চাই না। শুধু দলের সাফল্য অবদান রাখতে চাই।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দক্ষিণ আফ্রিকার ডারবানের মাঠ এতদিন ভারতীয় ক্রিকেটভক্তদের কাছে জনপ্রিয় ছিল যুবরাজ সিংয়ের।
  • সেই সঙ্গে নিজের জন্যও আলাদা একটা আসন করে নিলেন সঞ্জু স্যামসন।
  • ভাঙলেন একের পর এক রেকর্ড। তার পর প্রশংসা পেলেন খোদ যুবরাজের থেকে।
Advertisement