shono
Advertisement
Sanju Samson

ধোনির অধিনায়ক হতে চান! 'বড়' দল চেন্নাইয়ে আসার কারণ ফাঁস সঞ্জুর

চাপ বাড়ালেন সিএসকে অধিনায়ক রুতুরাজের উপর?
Published By: Arpan DasPosted: 11:15 AM Nov 22, 2025Updated: 03:34 PM Nov 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থান রয়্যালস থেকে ট্রেড করে চেন্নাই সুপার কিংসে এসেছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তবে ইয়েলো আর্মির নেতৃত্ব পাবেন না। তা বলে 'সুপ্ত' ইচ্ছা প্রকাশ করতে দ্বিধা করছেন না সঞ্জু। কেন রাজস্থানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক চুকিয়ে সিএসকে'তে গেলেন? কারণ, মহেন্দ্র সিং ধোনির অধিনায়ক হতে চান সঞ্জু।

Advertisement

চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তাঁকেই যে নেতৃত্বে রাখা হবে, তা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে সিএসকে। কিন্তু ভালো পারফর্ম না করলে মাঝপথে রুতুরাজকে সরিয়ে সঞ্জুকে যে অধিনায়ক করা হবে না, সেটার নিশ্চয়তা কে দেবে? মনে করা হচ্ছে, সঞ্জুকে নিয়ে সেই পরিকল্পনাও আছে। এমনকী ভারতীয় উইকেটকিপার নিজেও ইচ্ছা প্রকাশ করে ফেললেন। পাশাপাশি তাঁর মতে চেন্নাই 'বড়' দল। তাহলে কি রাজস্থানকে ঘুরিয়ে কটাক্ষ করলেন তিনি?

সঞ্জু বলছেন, "আমি অধিনায়ক হিসেবে ধোনির সঙ্গে খেলতে চাই। আমি নেতা হিসেবে তাঁর পাশে থাকতে চাই। তিনি যেভাবে চান, আমি তাঁকে সমর্থন করতে চাই। ধোনির সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছি। ধোনির সঙ্গে খেলার বহুদিনের ইচ্ছা। ভাগ্য আমাকে চেন্নাইয়ে টেনে এনেছে, যাতে একসঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নিতে পারি। আগামী কয়েক মাস ওঁর সঙ্গে খেলব, একসঙ্গে খাওয়াদাওয়া করব। ভাবলেই আনন্দ হচ্ছে।"

সেই সঙ্গে চেন্নাইয়ের সঙ্গে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর পার্থক্যও জানাচ্ছেন সঞ্জু। ১০ বছর রাজস্থানে খেলার পর এখন তিনি বলছেন, "আমাকে অনেক ক্রিকেটার বলেছে, সিএসকের ড্রেসিংরুমের পরিবেশ খুবই ভালো। অনেক ভালো কথা শুনেছি। আইপিএলে খেলা শুরুর থেকে মনে হয়ছে, সিএসকে অন্যতম বড় ফ্র্যাঞ্চাইজি। যতবার ওদের বিরুদ্ধে খেলেছি, ততবার মনে হয়েছে, এটাকেই বলে বড় দল, এই জন্যই তারা চ্যাম্পিয়ন। সিএসকে বললে সবার আগে সেটাই মনে হয়।" তবে রুতুরাজের অধীনে খেললেও প্রয়োজনে তাঁকে সাহায্য করবেন বলে জানিয়েছেন সঞ্জু।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজস্থান রয়্যালস থেকে ট্রেড করে চেন্নাই সুপার কিংসে এসেছেন সঞ্জু স্যামসন।
  • তবে ইয়েলো আর্মির নেতৃত্ব পাবেন না। তা বলে 'গুপ্ত' ইচ্ছা প্রকাশ করতে দ্বিধা করছেন না সঞ্জু।
  • মহেন্দ্র সিং ধোনির অধিনায়ক হতে চান সঞ্জু।
Advertisement