shono
Advertisement
Pakistan Cricket

ড্রেসিংরুমে অঘোরে ঘুম! ব্যাট করার আগেই আউট পাক ক্রিকেটার

আজব কাণ্ড পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে।
Published By: Arpan DasPosted: 02:11 PM Mar 06, 2025Updated: 02:11 PM Mar 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেও প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। ফাইনালও হচ্ছে না পাকমুলুকে। কিন্তু তা বলে সে দেশের ক্রিকেটে নাটকের কমতি নেই। এবার ম্যাচের মাঝেই ঘুমিয়ে পড়লেন তারকা ক্রিকেটার সউদ শাকিল। যে কারণে 'টাইমড আউট' করে দেওয়া হল তাঁকে।

Advertisement

এই আজব ঘটনা ঘটল প্রেসিডেন্ট কাপে। যেখানে ফাইনালে পাকিস্তান স্টেট ব্যাঙ্কের মুখোমুখি হয়েছিল পাকিস্তান টেলিভিশন। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেওয়ার পর এই টুর্নামেন্টে নেমেছিলেন শাকিল। ঘটনা স্বাভাবিক গতিতেই চলছিল। আচমকাই পর পর দুটি উইকেট হারায় স্টেস্ট ব্যাঙ্ক। তারপর নামার কথা ছিল শাকিলের। কিন্তু নির্ধারিত তিন মিনিটের মধ্যে ব্যাট করতে নামেননি তিনি।

পরে ব্যাট হাতে নামলে আপত্তি জানান পিটিভি-র অধিনায়ক আমাদ বাট। তাতে সাড়া দিয়ে শাকিলকে 'টাইমড আউট' ঘোষণা করেন আম্পায়ার। শোনা যাচ্ছে, ম্যাচের মাঝে ঘুমিয়ে পড়েছিলেন পাক ক্রিকেটার। যে কারণে সময়মতো মাঠে নামতে পারেননি। প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে 'টাইমড আউট' হলেন তিনি। তাও সেটা ঘুমিয়ে পড়ার জন্য। আর সব মিলিয়ে সপ্তম ক্রিকেটার হিসেবে 'টাইমড আউট'-এর তালিকায় নাম উঠল তাঁর। পরের বলেই আরও একটি হারায় তারা। অর্থাৎ তিন বলে চার উইকেট পড়ে। শেষ পর্যন্ত মাত্র ২০৫ রানের মধ্যে গুটিয়ে যায় পাকিস্তান স্টেট ব্যাঙ্কের ইনিংস।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন শাকিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬ রানে আউট হলেও, ভারতের বিরুদ্ধে ৬২ রান করেছিলেন। কোনও ম্যাচেই অবশ্য জয় আসেনি। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। ঘরোয়া টুর্নামেন্টে নেমেই বা লাঞ্ছনার হাত থেকে রেহাই মিলল কোথায়?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেও প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান।
  • ফাইনালও হচ্ছে না পাকমুলুকে। কিন্তু তা বলে সে দেশের ক্রিকেটে নাটকের কমতি নেই।
  • এবার ম্যাচের মাঝেই ঘুমিয়ে পড়লেন তারকা ক্রিকেটার সউদ শাকিল। যে কারণে 'টাইমড আউট' করে দেওয়া হল তাঁকে।
Advertisement