শিলাজিৎ সরকার: ৫ ম্যাচে ৪টি জয়। একটি হার। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সি গ্রুপে শীর্ষে রয়েছে বাংলা। ব্যাটে যেমন অভিষেক পোড়েল, অভিমন্যু ঈশ্বরণরা যেমন দাপট দেখিয়েছেন, তেমনই বলে বাজিমাত করেছেন মহম্মদ শামি। আর ব্যাটে-বলে বাংলার অন্যতম ভরসা শাহবাজ আহমেদ। কিন্তু শনিবার পণ্ডিচেরির বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন না বাংলার অলরাউন্ডার। যার নেপথ্যে ইন্ডিগোর বিমান বাতিল কাণ্ড।
হিমাচল প্রদেশের বিরুদ্ধে ম্যাচে ৩ উইকেট পেয়েছিলেন শাহবাজ। তবে তার পরের ম্যাচ সার্ভিসেসের বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। পারিবারিক কারণে তিনি হরিয়ানায় নিজের বাড়িতে ফিরে যান। শনিবার হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে পণ্ডিচেরির বিরুদ্ধে ম্যাচ। যা শুরু হবে সকাল ৯টা থেকে। কিন্তু সেই ম্যাচে শাহবাজকে পাবে না বাংলা। রনজিতে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। মুস্তাক আলিতে বল হাতে ভরসা জুগিয়েছেন। তাঁর না থাকাটা ভোগাতে পারে বাংলাকে।
দেশের বৃহত্তম বিমানসংস্থা ইন্ডিগোতে এখন চরম বিশৃঙ্খলা চলছে। কার্যত ধসে পড়েছে ওই সংস্থার পরিষেবা। শুক্রবারও দেশের প্রায় সমস্ত প্রান্তের সব অন্তর্দেশীয় বিমান বাতিল করেছে ইন্ডিগো। গত ৩ দিনে ইন্ডিগোর প্রায় ৩ হাজার ৪০০ উড়ান বাতিল হয়েছে। এর মধ্যে শুক্রবারই বাতিল হয়েছে ৬০০ বিমান। পরিস্থিতি এতটাই সঙ্গীন যে অধিকাংশ বিমানবন্দরে আটকে রয়েছেন শ’য়ে শ’য়ে বিমানযাত্রী। দ্রুত পরিস্থিতির উন্নতি হবে এমন কোনও আশ্বাসও দিতে পারছে না বিমানসংস্থা।
আশা করা হয়েছিল, শুক্রবার হয়তো শাহবাজ হায়দরাবাদে দলের সঙ্গে যোগ দিতে পারবেন। কিন্তু বিমান পরিষেবা বাতিলের কারণে সেটা হয়নি। ফলে তাঁকে ছাড়াই মুস্তাক আলি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে বাংলা।
