সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক ক্রিকেটারদের বিগ ব্যাশ খেলার ছাড়পত্র দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের জন্য আলাদা নিয়ম। তাঁদের শর্তসাপেক্ষে ছাড়পত্র দিয়েছে পিসিবি। ৪ জানুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়ার লিগে খেলতে পারবেন তাঁরা। কেন বাবর-রিজওয়ানদের নিয়ে এমন নিদান পিসিবি'র?
পাক বোর্ডের সাফ নির্দেশ, জাতীয় দলের ম্যাচ বাদ দিয়ে বিদেশি লিগে খেলা যাবে না। এই শর্তেই বাবর, রিজওয়ানরা বিগ ব্যাশে নামতে চলেছেন। বাবর, রিজওয়ান ছাড়াও তারকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, শাদাব খান এবং হাসান আলি। উল্লেখ্য, বিবিএলের ১৫তম আসর ১৪ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে। টুর্নামেন্টে ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
পারথ স্কোর্চার্সের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে সিডনি সিক্সার্সের হয়ে বাবর আজমের খেলার কথা রয়েছে। অন্যান্য পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে ব্রিসবেন হিট শাহিন আফ্রিদিকে চুক্তিবদ্ধ করেছে। মেলবোর্ন রেনেগেডসে রয়েছেন রিজওয়ান। মেলবোর্ন স্টারসের হয়ে মাঠে নামবেন রউফ। সিডনি থান্ডারে খেলবেন শাদাব খান। অ্যাডিলেড স্ট্রাইকার্সে রয়েছেন হাসান আলি।
জানুয়ারিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে পাকিস্তান। ডাম্বুলায় ৭, ৯ এবং ১১ জানুয়ারি রয়েছে খেলা। এই সিরিজটিকে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে দেখছে দুই দলই। জাতীয় দলে যাঁরা সুযোগ পাবেন, তাঁদের ৪ জানুয়ারির মধ্যে অস্ট্রেলিয়া থেকে পাকিস্তানে ফিরে আসা বাধ্যতামূলক বলে জানিয়েছেন পিসিবি'র এক কর্তা। বাবর, রিজওয়ানরা পাকিস্তানে ফিরে সরাসরি শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুতি শিবিরে যোগ দেবেন।
