shono
Advertisement

Breaking News

Shakib Al Hasan

'নিয়মবিরুদ্ধ' অ্যাকশন, শাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা জারি করল ইসিবি

নিয়মবিরুদ্ধ ভাবে বল করেই কি সফল বাংলাদেশ অলরাউন্ডার?
Published By: Subhajit MandalPosted: 03:12 PM Dec 14, 2024Updated: 03:12 PM Dec 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোর দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। এবার 'নিয়মবিরুদ্ধ' অ্যাকশনের জন্য শাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা জারি করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আপাতত ইসিবি আয়োজিত কোনও টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না তিনি।

Advertisement

এই মুহূর্তে নিজের দেশে ঢোকা নিষেধ শাকিবের। বিদেশের মাটিতে তাঁকে খেলানো হবে কিনা তা নিয়েও সংশয় রয়ে গিয়েছে। ফলে দেশের জার্সি গায়ে খেলার পাট মোটামুটি চুকে গিয়েছে। আপাতত শাকিবের ভরসা শুধু কাউন্টি এবং বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ। সেখানেও এবার বড় ধাক্কা খেলেন তিনি। বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের বোলিং অ্যাকশন নিয়মবিরুদ্ধ বলে মনে করছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

জানা গিয়েছে, গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে শাকিবের অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। ওই ম্যাচে সমারসেটের বিরুদ্ধে সারের হয়ে নেমেছিলেন তিনি। আম্পায়ারের সেই রিপোর্টের ভিত্তিতে সমীক্ষা চালায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ইসিবি জানিয়েছে, তাঁদের সমীক্ষা অনুযায়ী শাকিব নিয়মবিরুদ্ধভাবে বল করছেন। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনও স্পিনার বল করার সময় কনুই ১৫ ডিগ্রির বেশি ভাঙতে পারেন না। কিন্তু শাকিবের কনুই তার চেয়ে বেশি ভাঙছে। সে কারণেই তাঁকে আপাতত নিষিদ্ধ করা হয়েছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আয়োজিত কোনও টুর্নামেন্টে আপাতত শাকিব বল করতে পারবেন না। তবে, অ্যাকশন শুধরে নিয়ে আবারও পরীক্ষা দিতে পারেন শাকিব। সেই পরীক্ষায় পাশ করলে ফের বল করার সুযোগ পাবেন তিনি।

ইদানিং ব্যাট হাতে একেবারেই ফর্মে নেই শাকিব। মূলত বোলার হিসাবেই তিনি খেলছেন অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি লিগে। ব্যাট হাতে রান পেলে সেটা 'বোনাস' হিসাবেই দেখছে ফ্র্যাঞ্চাইজিগুলি। কাউন্টিতে শাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার অর্থ আগামী দিনে অন্য লিগেও আম্পায়ারদের কড়া নজরে থাকবেন তিনি। সেক্ষেত্রে অ্যাকশন শুধরে নিজের সেরাটা না দিতে পারলে শাকিবের কেরিয়ার নিয়েই প্রশ্ন উঠে যেতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘোর দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান।
  • এবার 'নিয়মবিরুদ্ধ' অ্যাকশনের জন্য শাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা জারি করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
  • আপাতত ইসিবি আয়োজিত কোনও টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না তিনি।
Advertisement