সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে শাপমুক্তি। বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করলেন শাকিব আল হাসান। গত ডিসেম্বরে তাঁর বোলিংকে নিষিদ্ধ করে আইসিসি। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ মেলেনি বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের। তবে পরীক্ষায় পাশ করায় দীর্ঘদিন পরে আবার শাকিবকে বল করতে দেখা যাবে।

ঘোর দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। এই মুহূর্তে নিজের দেশে ঢোকা নিষেধ শাকিবের। বিদেশের মাটিতে তাঁকে খেলানো হবে কিনা তা নিয়েও সংশয় রয়ে গিয়েছে। ফলে দেশের জার্সি গায়ে খেলার পাট মোটামুটি চুকে গিয়েছে। আপাতত শাকিবের ভরসা শুধু কাউন্টি এবং বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ। সেখানেও ধাক্কা খেতে হয় তারকা ক্রিকেটারকে। প্রথমে তাঁর বোলিংয়ে নিষেধাজ্ঞা জারি করে ইসিবি। তারপরেই সবধরনের ক্রিকেটে শাকিবের বোলিং নিষিদ্ধ করে আইসিসি।
তার জেরে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও বাদ পড়েন শাকিব। কেবল ব্যাটার হিসাবে তাঁকে দলে নেয়নি বাংলাদেশ বোর্ড। তবে নিষেধাজ্ঞা চাপার পরেই বোলিং অ্যাকশন শোধরাতে উঠেপড়ে লাগেন শাকিব। ভারতে এসেও বোলিংয়ের পরীক্ষা দিয়েছেন তিনি। অবশেষে তিনমাস পরে বল করার ছাড়পত্র পেলেন শাকিব। জানা গিয়েছে, লফবরো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সময়ে ২২টি ডেলিভারি করেছেন তিনি। প্রত্যেকটিই সঠিক অ্যাকশনে। তারপরে বিসিবির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, বল করার ছাড়পত্র পেয়েছেন শাকিব।
উল্লেখ্য, টেস্ট এবং টি-২০তে জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন শাকিব। বাংলাদেশের জার্সিতে বর্ণময় কেরিয়ার শেষ করার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চকে বেছে নিয়েছিলেন তিনি। কিন্তু মেগা টুর্নামেন্টের দলে সুযোগ মেলেনি তাঁর। যদিও গোটা বিষয়টিতে যথেষ্ট অসন্তুষ্ট শাকিবের ঘনিষ্ঠমহল। তাঁদের প্রশ্ন, এত বছর ধরে নানা মঞ্চে খেললেন তারকা অলরাউন্ডার। আগামী বছর হয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন। তাহলে এতদিন পরে কেন প্রশ্ন উঠল প্রাক্তন টাইগার অধিনায়কের বোলিং অ্যাকশন নিয়ে?