shono
Advertisement
Howrah

জোড়া ফলায় বিদ্ধ হাওড়ার বাসিন্দারা, জল সংকটের মাঝে বাড়িতে ফাটল, বিদ্যুৎহীন একাধিক এলাকা

সোমবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
Published By: Subhankar PatraPosted: 12:32 PM Mar 22, 2025Updated: 12:38 PM Mar 22, 2025

অরিজিৎ গুপ্ত, হাওড়া: জোড়া ফলায় বিদ্ধ হাওড়ার বেলগাছিয়া এলাকার বাসিন্দারা। পাইপ লাইন ফেটে জল সংকটের মাঝে, ফাটল ধরেছে একাধিক বাড়িতে। ফাটল ধরেছে রাস্তাতেও। অনেক জায়গায় বিছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগও। হাওড়া উত্তরে ১৪টি ওয়ার্ডের জলের সমস্যা তীব্র। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে ট্যাঙ্কারের মাধ্যমে জল দেওয়া হচ্ছে। নতুন করে ধস নামার পরিস্থিতি নেই বলে দাবি পুরসভার। সোমবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে দাবি স্থানীয় প্রশাসনের।

Advertisement

বৃহস্পতিবার হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ে ধস নামে। যার জেরে প্রায় দেড় বর্গ কিলোমিটার এলাকাজুড়ে রাস্তায় ফাটল দেখা দেয়। এই ধসের জেরে ফেটে যায় পাইপ লাইন। ভূমিধসের জেরে যে পাইপটি ফেটেছে সেটি উত্তর হাওড়া ও শিবপুর বিধানসভা কেন্দ্রে জল সরবরাহের মূল পাইপ লাইন। পাইপটির দৈর্ঘ্য প্রায় ১ কিলোমিটার। যার জেরে বৃহস্পতিবার থেকে তীব্র গরমেও জল পাচ্ছেন না ওই এলাকার বাসিন্দারা।

ঠিক হয় সংকট মেটাতে ১৫টি জলের ট্যাঙ্ক পাঠাবে কলকাতা পুরসভার। যতদিন না হাওড়ায় পানীয় জলের সংকট মেটে ততদিন তরফে এই পরিষেবা দেওয়া হবে বলেই খবর। পাশাপাশি উত্তরপাড়া থেকেও জলের ট্যাঙ্ক পাঠানো হয়েছে। মোট ২৮টি ট্যাঙ্ক জল সরবরাহ করছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের ৩৫০জনকে একটি স্কুলে স্থানান্তরিত করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, এলাকায় নতুন করে ধস নামার পরিস্থিতি নেই। কিছু জায়গায় জলের সমস্যা রয়েছে। সোমবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে দাবি প্রশাসনের।

শনিবার ঘটনাস্থলে যান মধ্য হাওড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, "একাধিক সমস্যা দেখা দিয়েছে। যত দ্রুত সম্ভব তা মেটানোর চেষ্টা করা হচ্ছে। কিছু কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়েছে। কাজ মিটলেই সংযোগ দেওয়া হবে।" অনেক বাড়িতে ফাটল ধরা বিষয়ে তিনি বলেছেন, "সরকার এটা নিয়ে ভাবনা চিন্তা করছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জোড়া ফলায় বিদ্ধ হাওড়া বেলগাছিয়া এলাকার বাসিন্দারা। পাইপ লাইন ফেটে জলের সংকটের সঙ্গে ফাটল ধরেছে একাধিক বাড়িতে।
  • ফাটল ধরেছে রাস্তাতেও, অনেক জায়গায় বিছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ।
  • ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের স্থানীয় স্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছে।
Advertisement