shono
Advertisement
Shakib Al Hasan

বোলিং পরীক্ষায় পাশ করেই আইপিএলে খেলার তোড়জোড় শাকিবের, পছন্দের তালিকায় ৩ দল

কোন দলে খেলবেন পদ্মাপাড়ের তারকা?
Published By: Anwesha AdhikaryPosted: 01:35 PM Mar 22, 2025Updated: 05:14 PM Mar 22, 2025

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: সদ্যই বল করার ছাড়পত্র পেয়েছেন। আর তারপরেই আইপিএলে (IPL 2025) খেলার চেষ্টা শুরু করে দিলেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। জানা গিয়েছে, আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে ইতিমধ্যেই একপ্রস্থ আলোচনা সেরে ফেলেছেন বাংলাদেশ তারকা। এবারের আইপিএলেই খেলতে চান তিনি। কিন্তু প্রাক্তন টাইগার অধিনায়কের মনোবাসনা কতখানি পূর্ণ হবে, সেটা নিয়ে প্রশ্ন থাকছে।

Advertisement

ঘোর দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। এই মুহূর্তে নিজের দেশে ঢোকা নিষেধ শাকিবের। বিদেশের মাটিতে তাঁকে খেলানো হবে কিনা তা নিয়েও সংশয় রয়ে গিয়েছে। ফলে দেশের জার্সি গায়ে খেলার পাট মোটামুটি চুকে গিয়েছে। আপাতত শাকিবের ভরসা শুধু কাউন্টি এবং বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ। সেখানেও ধাক্কা খেতে হয় তারকা ক্রিকেটারকে। ডিসেম্বর মাসে তাঁর বোলিংয়ে নিষেধাজ্ঞা জারি করে আইসিসি।

তার জেরে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও বাদ পড়েন শাকিব। কেবল ব্যাটার হিসাবে তাঁকে দলে নেয়নি বাংলাদেশ বোর্ড। তবে নিষেধাজ্ঞা চাপার পরেই বোলিং অ্যাকশন শোধরাতে উঠেপড়ে লাগেন শাকিব। অবশেষে তিনমাস পরে বল করার ছাড়পত্র মেলে। তারপর থেকেই সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেটে ফেরার চেষ্টা চালাচ্ছেন শাকিব। অলরাউন্ডার হিসাবেই কীভাবে আইপিএল খেলা যায়, সেটার জন্য নানা জায়গায় আলোচনা করছেন তিনি।

সূত্রের খবর, আইপিএলের তিনটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করেছেন শাকিব। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে আলোচনায় বসেছেন তিনি। কারণ এই দলগুলির স্পিন বিভাগ তুলনামূলকভাবে দুর্বল। তবে শনিবার থেকেই আইপিএল শুরু হয়ে যাচ্ছে, ফলে এখনই শাকিবের আইপিএলে ফেরার সম্ভাবনা কম। টুর্নামেন্ট চলাকালীন যদি কেউ চোট পেয়ে ছিটকে যান বা নাম তুলে নেন, একমাত্র তবেই শাকিব সুযোগ পেতে পারেন। তবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে শাকিব জানিয়ে দিয়েছেন, খেলার জন্য পুরোপুরি তৈরি তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘোর দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। এই মুহূর্তে নিজের দেশে ঢোকা নিষেধ শাকিবের।
  • চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও বাদ পড়েন শাকিব। কেবল ব্যাটার হিসাবে তাঁকে দলে নেয়নি বাংলাদেশ বোর্ড।
  • আইপিএলের তিনটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করেছেন শাকিব। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে আলোচনায় বসেছেন তিনি।
Advertisement