shono
Advertisement

Breaking News

fat cricketers

'ওজন নয়, দক্ষতাই আসল', সমালোচকদের চুপ করিয়েছেন যেসব 'হেভিওয়েট' ক্রিকেটাররা

শেন ওয়ার্ন থেকে ইনজামাম-উল-হক, 'মোটা'দের তালিকায় রয়েছেন বিখ্যাত ক্রিকেটাররা।
Published By: Anwesha AdhikaryPosted: 11:14 PM Mar 05, 2025Updated: 11:15 PM Mar 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মা 'মোটা'! ভারত অধিনায়ককে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন কংগ্রেস নেত্রী শামা মহম্মদ। তবে কেবল হিটম্যান নয়, ক্রিকেটের ইতিহাসে এমন অনেক 'হেভিওয়েট' এসেছেন, যাঁরা ওজন নিয়ে সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। প্রমাণ করেছেন, ওজন নয়, ক্রিকেট খেলার দক্ষতাই আসল।

Advertisement

প্রায় ১০০ কেজি ওজন! পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে অন্যতম তারকা ইনজামাম-উল-হকের ব্যাটিং তো বটেই, চর্চা হত তাঁর ওজন নিয়েও। ক্রিকেট কেরিয়ারের শেষ দিকে বারবার প্রশ্ন উঠেছে পাক তারকার স্থূলতা নিয়ে। তার জেরে মানসিকভাবে ভেঙেও পড়েছিলেন ইনজি।

'মোটা' ক্রিকেটারদের তালিকায় অন্যতম অর্জুন রণতুঙ্গা। শ্রীলঙ্কাকে একমাত্র বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ককেও ওজন নিয়ে খোঁচা শুনতে হয়েছে। কেরিয়ারের শেষদিকে ১১৫ কেজিরও বেশি ওজন হয়ে গিয়েছিল তাঁর। তবে অসুস্থ হয়ে আপাতত অনেকখানি রোগা হয়ে গিয়েছেন প্রাক্তন ক্রিকেটার।

১০০ কেজিরও বেশি ওজন, তাই জাতীয় দলে খেলার যোগ্য নন। স্বদেশীয় জেসি রাইডারকে নিয়ে এমনটাই মত ছিল প্রাক্তন কিউয়ি ক্রিকেটারদের। তবে স্থূল চেহারা নিয়েও নিউজিল্যান্ডের জার্সিতে মারকুটে ব্যাটিং করেছেন রাইডার। জাতীয় দলে সুযোগ পেতে খানিকটা ওজন কমিয়েও ফেলেছিলেন।

কেরিয়ারের শুরুতে প্রায় ১০০ কেজি ওজন ছিল কিংবদন্তি শেন ওয়ার্নের। কোচের পরামর্শে ২০ কেজি কমিয়েছিলেন অজি লেগস্পিনার। তবে অতিরিক্ত মদ্যপান করার কারণে বারবার ওজন বেড়েছে তাঁর।

'১০০ কেজির ক্লাবে' অন্যতম নাম মাইক গ্যাটিং। ইংরেজ অলরাউন্ডার দীর্ঘ ১৮ বছর খেলেছেন জাতীয় দলের জার্সিতে। শেন ওয়ার্নের 'শতাব্দীর সেরা বলে' আউট হয়েছিলেন তিনিই।

প্রায় ১৫০ কেজি ওজন নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন রাকিম কর্নওয়াল। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারকে খুব বেশি খেলতে দেখা যায়নি। তবে টি-২০ ক্রিকেটে ২০৫ রান করার নজির রয়েছে তাঁর। নিয়েছেন বিরাট কোহলির উইকেটও।

রোহিতের মতো 'মোটা' কটাক্ষ ধেয়ে এসেছিল রমেশ পওয়ারের দিকেও। ভারতীয় অফস্পিনারের দেহের ওজন নিয়ে চলত সমালোচনা। যদিও রমেশের মতে, ফিটনেস সমস্যার জন্য কোনওদিন দল থেকে বাদ পড়েননি তিনি। অনেকটা সময় প্রায় ১০০ কেজি ওজন নিয়েই খেলেছেন।

দিনকয়েক আগে প্রশ্ন উঠেছিল ভারতীয় দলে সুযোগ পাওয়া সরফরাজ খানকে নিয়ে। রনজিতে ট্রিপল সেঞ্চুরি করলেও সমালোচকদের নজর ছিল তাঁর স্থূলতার দিকে। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে নিন্দুকদের যোগ্য জবাব দিয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রায় ১০০ কেজি ওজন! পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে অন্যতম তারকা ইনজামাম-উল-হকের ব্যাটিং তো বটেই, চর্চা হত তাঁর ওজন নিয়েও।
  • প্রায় ১৫০ কেজি ওজন নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন রাকিম কর্নওয়াল।
  • দিনকয়েক আগে প্রশ্ন উঠেছিল ভারতীয় দলে সুযোগ পাওয়া সরফরাজ খানকে নিয়ে। রনজিতে ট্রিপল সেঞ্চুরি করলেও সমালোচকদের নজর ছিল তাঁর স্থূলতার দিকে।
Advertisement