সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় অলরাউন্ডার শার্দূল ঠাকুরের (Shardul Thakur) সংসারে সুখের ছোঁয়া। বাবা হলেন মুম্বই ইন্ডিয়ান্সের এই ক্রিকেটার। তাঁর স্ত্রী মিতালি পারুলকর পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। এমন খবরে খুশির হাওয়া মুম্বই ইন্ডিয়ান্সের পরিবারেও। সোশাল মিডিয়ায় এই সুখবর দিয়েছেন শার্দূল নিজেই।
তিনি জানিয়েছেন, ন'মাস ধরে খবরটি গোপন রেখেছিলেন তাঁরা। তিনি লেখেন, "নীরবতা, বিশ্বাস এবং অপরিসীম ভালোবাসায় বাবা-মায়ের মনে সুরক্ষিত আশ্রয়ে লুকিয়ে ছিল সে। অবশেষে আমাদের সেই গোপন বিষয় সামনে এল। তোমাকে স্বাগত। এই স্বপ্নটাই ন'টা মাস ধরে আমরা লালন করছিলাম।' সঙ্গে আরেকটি পোস্টারে তিনি জানিয়েছেন পুত্রসন্তান হয়েছে তাঁদের।
২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি মিতালির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন শার্দূল। ২০২১ সালের নভেম্বর মাসেই বাগদান সেরে ফেলেছিলেন তিনি। ভালোবাসা পরিণয়ে বদলে যাওয়ার কথা ছিল সে বছরই। গোয়ায় জমকালো অনুষ্ঠান করে চারহাত এক হওয়ার কথা ছিল মিতালি ও শার্দূলের। কিন্তু কোনও এক অজানা কারণে বিয়ে স্থগিত হয়ে যায়। সূত্র মারফত অবশ্য শোনা গিয়েছিল, করোনা অতিমারির সময় ডেস্টিনেশন ওয়েডিংয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া অতিথিদেরও এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেও অসুবিধা হত। সেই কারণেই বিয়ে স্থগিত হয়েছিল। তবে সব বাধা কাটিয়ে মুম্বইয়ে বসেছিল বিয়ের আসর।
আগামী আইপিএলে এই অলরাউন্ডার খেলবেন মুম্বই ইন্ডিয়ান্সে। নিলামের বহু আগেই আইপিএল রিটেনশনের যে তালিকা প্রকাশ করেছিল মুম্বই, সেখানে ছিল শার্দূলের নাম। গত আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে ১০ ম্যাচে ১৩ উইকেট পান শার্দূল। চেন্নাইয়ে তিনি ছিলেন ২০১৮-২১, ২০২৪ সালে। কেকেআরে খেলেছিলেন ২০২৩-এ। আইপিএলে মুম্বইয়ের জার্সিতে নামার আগে সুখবর পেয়ে গেলেন তিনি।
