shono
Advertisement
Jemimah Rodrigues

ক্যাচ ধরতে গিয়ে মরেই যাচ্ছিলেন! কীভাবে মৃত্যুমুখ থেকে ফিরে বিশ্বজয়ী জেমাইমা?

অজানা কাহিনি শুনিয়েছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। 
Published By: Prasenjit DuttaPosted: 07:55 PM Jan 09, 2026Updated: 09:17 PM Jan 09, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ১৩৪ বলে অপরাজিত ১২৭ রানের অনবদ্য ইনিংস ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বলা চলে, প্রায় একার হাতেই সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়েছিলেন জেমাইমা রডরিগেজ। তিনি ক্যাচ ধরতে গিয়ে মরেই যাচ্ছিলেন! এমনই কাহিনি শুনিয়েছেন বিশ্বজয়ী ক্রিকেটার। 

Advertisement

তাঁর বয়স যখন ৮ বছর, খেলতে গিয়ে দোতলা থেকে পড়ে গিয়েছিলেন তিনি। অল্পের জন্য প্রাণরক্ষা পায়। তাঁর ভাইবোনরা ভেবেছিলেন, আর বেঁচে নেই জেমাইমা। ইউটিউবের এক অনুষ্ঠান 'ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন্স'-এ তিনি বলেন, "আমার বয়স তখন ৮। গির্জার এক অনুষ্ঠানে গিয়েছিলাম আমরা। সব বাচ্চারা তখন বাইরে ছিল। ওখানে আমরা চপ্পল নিয়ে খেলছিলাম। একে অপরের দিকে চপ্পল ছুড়ে দিচ্ছিলাম। মামাতো বোন আমার দিকে একটা জুতো ছুড়ে দিয়েছিল। সেই সেটা ধরতে অন্য দিকে ঝাঁপাতেই হত।"

তাঁর সংযোজন, "ঠিকই করে নিয়েছিলাম যেভাবেই হোক জুতোটা ক্যাচ ধরে নেব। তাই ঝাঁপাব। তাতেই ঘটে বিপত্তি। হিরোগিরি দেখাতে ঝাঁপাতে গিয়েই দোতলা থেকে পড়ে যাই। ভাগ্য ভালো ছিল যে, নিচে একজন বসেছিল। আমি তাঁর মাথার উপর গিয়ে পড়ি। তবে আমার ভাইবোনরা অবশ্য ভেবেছিল আমি মারা গিয়েছি।" 

ভাগ্য প্রসন্ন থাকায় কোনও চোট পাননি জেমাইমা। উল্লেখ্য, বিশ্বকাপের নকআউট পর্বে দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসাবে সেঞ্চুরি করার নজির গড়েছিলেন তিনি। ২০১৭ সালের বিশ্বকাপের নকআউটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭১ রানের ইনিংস খেলেছিলেন হরমনপ্রীত কৌর। তাছাড়াও অজিদের বিরুদ্ধে সফল রান করার ক্ষেত্রে সর্বোচ্চ ইনিংসও খেলেছিলেন তিনি। দ্বিতীয় কনিষ্ঠতম ব্যাটার হিসাবে বিশ্বকাপের নকআউট পর্বে সেঞ্চুরি করা ব্যাটারের মুখে এবার অজানা কথা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ১৩৪ বলে অপরাজিত ১২৭ রানের অনবদ্য ইনিংস ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
  • বলা চলে, প্রায় একার হাতেই সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়েছিলেন জেমাইমা রডরিগেজ।
  • তিনি ক্যাচ ধরতে গিয়ে মরেই যাচ্ছিলেন!
Advertisement