shono
Advertisement
Sunil Gavaskar

ব্যাট না গিটার? জেমাইমাকে বিশেষ উপহার গাভাসকরের, কথা রেখে জুটিতে গান ধরলেন, 'ইয়ে দোস্তি...'

বিশ্বকাপ জিতলে জেমাইমা রডরিগেজের সঙ্গে গান গাইতে চেয়েছিলেন সুনীল গাভাসকর।
Published By: Arpan DasPosted: 10:00 AM Jan 10, 2026Updated: 10:01 AM Jan 10, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা রাখলেন সুনীল গাভাসকর। একসঙ্গে গান গাইলেন জেমাইমা রডরিগেজের সঙ্গে। তার মধ্যে চমক জেমির গিটারটা। গাভাসকরের উপহারটা কি গিটার নাকি ব্যাট? আসলে ব্যাটের মতো দেখতে গিটার। আর জেমাইমা সেটা বাজালেন, গান গাইলেন গাভাসকর। কী গান? 'শোলে'র সেই বিখ্যাত গান 'ইয়ে দোস্তি, হাম নেহি তোড়েঙ্গে।'

Advertisement

বিশ্বকাপ জিতলে জেমাইমা রডরিগেজের সঙ্গে গান গাইতে চেয়েছিলেন সুনীল গাভাসকর। অবশ্যই যদি জেমাইমা রাজি থাকে, তবেই। বিশ্বজয়ের কাজটা হয়ে গিয়েছে। জেমিও অনেকদিন আগেই সোশাল মিডিয়ায় জানিয়ে দিয়েছিলেন, তিনি রাজি। তারপর থেকেই দেশের ক্রিকেটভক্তরা অপেক্ষা করছিলেন, কবে সেই মুহূর্ত আসবে। অবশেষে উপস্থিত সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত।

শুক্রবার জেমাইমাকে একটি বিশেষ গিটার উপহার দেন সানি। যা দেখতে অনেকটা ব্যাটের মতো। জেমাইমা যখন উপহারটা পান, তখন একেবারে আহ্লাদে আটখানা। তিনি আবার জিজ্ঞেসও করেন, এটা দিয়ে গান গাওয়া যাবে না ব্যাট করা যাবে? জবাবে গাভাসকর মুচকি হেসে বলেন, দুটোই করা যাবে। জেমাইমার ব্যাটিংয়ে সুর-তালে তিনিও মুগ্ধ। তাঁর গিটারের তারেই বাঁধা ভারত-গৌরব। অবশ্য জেমাইমা রদ্রিগেজ ব্যাটে যেমন ঝড় তুলতে পারেন, তেমনই সেই ব্যাটটাকে গিটারের মতো করে সেলিব্রেশন করেন।

তারপরই জুটিতে গান ধরলেন, 'ইয়ে দোস্তি, হাম নেহি তোড়েঙ্গে।' 'শোলে'তে অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্রর লিপে যে কালজয়ী গান শোনা গিয়েছিল কিশোর কুমার ও মান্না দে'র কণ্ঠে। আর এখানে দুই প্রজন্মের গানের 'দোস্তি'তে মুগ্ধ নেটদুনিয়া।

এর আগে একবার এই জুটিকে মঞ্চ মাতাতে দেখা গিয়েছিল। সানি-জেমি জুটি ঝড় তুলে দিয়েছিলেন বিসিসিআই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেবার তাঁরা একসঙ্গে গেয়েছিলেন, ‘ক্যায়া হুয়া তেরা ওয়াদা।’ তাঁরা সেই 'ওয়াদা' রেখে জুটিতে মাতালেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কথা রাখলেন সুনীল গাভাসকর। একসঙ্গে গান গাইলেন জেমাইমা রডরিগেজের সঙ্গে।
  • তার মধ্যে চমক জেমির গিটারটা। সেটা কি গিটার নাকি ব্যাট?
  • আসলে ব্যাটের মতো দেখতে গিটার। আর জেমাইমা সেটা বাজালেন, গান গাইলেন গাভাসকর।
Advertisement