shono
Advertisement
I-PAC ED Raid

'ইডির পশ্চাৎদেশে ডান্ডা মারুন', হুঁশিয়ারি দিয়ে বিতর্কে তৃণমূল নেতা

তৃণমূল নেতার বিরুদ্ধে সমালোচনায় সরব গেরুয়া শিবির।
Published By: Sayani SenPosted: 11:11 AM Jan 10, 2026Updated: 03:09 PM Jan 10, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডির তল্লাশি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ইডির বিরুদ্ধে চলছে আইনি লড়াই। তারই মাঝে ইডির পশ্চাৎদেশে ডান্ডা মারার নিদান হলদিবাড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূলের হলদিবাড়ি টাউন ব্লক সভাপতি অমিতাভ বিশ্বাসের। যা নিয়ে দানা বেঁধেছে জোর বিতর্ক।

Advertisement

শুক্রবার বিকালে তৃণমূলের তরফে হলদিবাড়ি শহরে প্রতিবাদ মিছিল করে শাসক শিবির। সেই মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইডিকে চরম বার্তা দেন তৃণমূল নেতা অমিতাভ বিশ্বাস। তিনি বলেন, "আমরা দেখলাম ইডি গেল আইপ্যাকে। আর তারপর আমাদের প্রার্থী তালিকা চুরি করে নিয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় সেইটাই বাঁচাতে গিয়েছিলেন। তারই প্রতিবাদে আমরা মিছিল করলাম। নরেন্দ্র মোদী চোর। এই চোরের বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। ইডির পশ্চাৎদেশে ডান্ডা মারা উচিত। বিজেপির চামচাগিরি চলবে না।" বিজেপি কর্মীদের গুলি করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। তৃণমূল নেতার এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই জোর চাপানউতোর। গেরুয়া শিবির এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে। বিজেপি জেলা কমিটির সহ সভাপতি বুবাই কর বলেন, "দেখুন শাহজাহানের দল আর মমতার দল এক। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি থেকে বাঁচতে এই কাজ করছেন।"

তৃণমূল নেতার এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে শাসক শিবির। এখনও পর্যন্ত এই প্রসঙ্গে কারও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, এর আগে সন্দেশখালিতে তদন্তে গিয়ে শাহজাহান বাহিনীর তীব্র আক্রমণের মুখে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তা নিয়ে বিতর্ক হয় যথেষ্ট। অভিযোগ, গাড়ি ঘিরে চলে বিক্ষোভ। মারধরও করা হয়। আধিকারিকদের মাথা ফেটে যায় বলেও অভিযোগ। তৃণমূল নেতার এই বক্তব্যে সেই ঘটনার কথাই যেন মনে পড়ছে সকলের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইডির পশ্চাৎদেশে ডান্ডা মারার নিদান হলদিবাড়ি পুরসভার ভাইস চেয়ারম্যানের।
  • যা নিয়ে দানা বেঁধেছে জোর বিতর্ক।
  • তৃণমূল নেতার বিরুদ্ধে সমালোচনায় সরব গেরুয়া শিবির।
Advertisement